/indian-express-bangla/media/media_files/2025/08/26/trump-2025-08-26-10-36-49.jpg)
india-US relations: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দীপাবলির দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারতকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে ভারতের উপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না এবং এই বিষয়ে দুই নেতার মধ্যে ফোনালাপও হয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, মোদী ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ট্রাম্পের এই দাবি সত্য নয়।
আরও পড়ুন- দীপাবলির সকালে প্রবল ভূমিকম্প অসমে, মুহূর্তে ছড়িয়ে পড়ল চূড়ান্ত আতঙ্ক
ট্রাম্প আরও বলেছেন, রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় মূলত ইউক্রেন যুদ্ধে পুতিনকে সহায়তা করার প্রচেষ্টা। পশ্চিমী দেশগুলি ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে, তবে ভারত ২০২২ সাল থেকে রাশিয়ান তেল ক্রয় শুরু করেছে। তিনি সতর্ক করেছেন, যদি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তাহলে আরও শুল্ক আরোপ করা হতে পারে। ইতিমধ্যেই ট্রাম্প ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন, যার অর্ধেকই রাশিয়ার তেল ক্রয়ের কারণে।
আরও পড়ুন- উত্তরবঙ্গের লুকনো রত্ন চিসাং! অপরূপ, অসাধারণ এই প্রান্তের অনির্বচনীয় শোভার প্রেমে পড়বেনই!
ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন, 'শুল্কের হুমকি' বহু ক্ষেত্রে যুদ্ধ থামানোর হাতিয়ার হিসেবে কাজ করেছে। তিনি বলেন, “আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যার মধ্যে পাঁচটি কেবল শুল্ক হুমকির কারণে। শুল্কের হুমকি ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশকেও একে অপরের সাথে লড়াই থেকে বিরত করেছে।” তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেও তাকে ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির জন্য কৃতিত্ব দিয়েছেন।
বিশেষ করে, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময় অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী ঘাঁটিতে হামলা চালায়। এই বিমান হামলায় ১০০ জনেরও বেশি জঙ্গি নিহত হন, যার মধ্যে আজহার মাসুদ এবং তার পরিবারের ১৪ জন সদস্যও রয়েছেন। ট্রাম্প এই ঘটনার প্রেক্ষিতে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত রোধে তার অবদানকে কেন্দ্র করে বারবার শুল্ক ও কূটনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করেছেন।
আরও পড়ুন- আলোয় 'স্নান' রামনগরীর, দীপোৎসবে জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, সৃষ্টি হল ইতিহাস
মোটের উপর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যে ভারতকে রাশিয়ার তেল ক্রয় বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদিও ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই দাবিকে খণ্ডন করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us