/indian-express-bangla/media/media_files/2025/10/20/ayodhya-diwali-dipotsav-guinness-world-record-2025-2025-10-20-12-38-00.jpg)
আলোয় 'স্নান' রামনগরীর, দীপোৎসবে জ্বলল ২৬ লক্ষ প্রদীপ, সৃষ্টি হল ইতিহাস
দীপাবলির আলোয় আলোকিত হয়ে উঠল রামনগরী অযোধ্যা। উত্তর প্রদেশের এই আধ্যাত্মিক শহর রবিবার রাতে ইতিহাস গড়ল। এবারের দীপোৎসবে সরযূ নদীর তীরে একসঙ্গে ২৬ লক্ষেরও বেশি প্রদীপ জ্বেলে দুটি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে অযোধ্যা। একই সঙ্গে ২,১২৮ জন ভক্ত একযোগে সরযূ আরতি করেন, যা-ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ২,৬১৭,২১৫টি তেলের প্রদীপ একই সঙ্গে জ্বালানো হয়েছিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধিরা ড্রোনের মাধ্যমে প্রদীপের সংখ্যা যাচাই করে আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর হাতে গিনেস সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রথম রেকর্ডটি দেওয়া হয়েছে সর্বাধিক সংখ্যক তেলের প্রদীপ একসঙ্গে জ্বালানোর জন্য। দ্বিতীয় রেকর্ডটি সৃষ্টি হয়েছে একযোগে সর্বাধিক সংখ্যক ব্যক্তির আরতির জন্য, যার সম্মান পেয়েছে পর্যটন বিভাগ, অযোধ্যা জেলা প্রশাসন এবং সরযূ আরতি কমিটি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার গঠনের পর ২০১৭ সাল থেকে দীপোৎসবে প্রদীপের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে যেখানে সরযূ তীরে জ্বালানো হয়েছিল মাত্র ১.৭১ লক্ষ প্রদীপ, ২০২৫-এ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লক্ষ ১৭ হাজার ২১৫-এ। বছরের হিসেবে ২০১৮ সালে ৩.০১ লক্ষ, ২০১৯ সালে ৪.০৪ লক্ষ, ২০২০ সালে ৬.০৬ লক্ষ, ২০২১ সালে ৯.৪১ লক্ষ, ২০২২ সালে ১৫.৭৬ লক্ষ, ২০২৩ সালে ২২.২৩ লক্ষ এবং ২০২৪ সালে ২৫.১২ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল।
আরও পড়ুন- কালীপুজোর সকালে ডাকাবুকো তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা, বন্দুকের বাঁটে ফাটল মাথা
পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং বলেন, “মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূরদর্শী নেতৃত্বে দীপোৎসব এখন আর শুধু আলোর উৎসব নয়—এটি পরিণত হয়েছে উত্তর প্রদেশের গর্ব ও পরিচয়ের প্রতীকে।” তিনি আরও বলেন, “আজ গোটা বিশ্ব অযোধ্যাকে রামরাজ্যের জীবন্ত প্রতীক হিসেবে দেখছে, যেখানে বিশ্বাস, শৃঙ্খলা ও উন্নয়ন একসঙ্গে আলোকিত হচ্ছে। এখানে প্রজ্জ্বলিত প্রতিটি প্রদীপ একটি উন্নত উত্তর প্রদেশ ও উন্নত ভারতের চেতনাকে প্রতিফলিত করে।”
দীপোৎসবের এই ঐতিহাসিক সাফল্যে অযোধ্যা এক নতুন রেকর্ডের দৃষ্টান্ত স্থাপন করল—যেখানে ঐতিহ্য, বিশ্বাস ও প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন ঘটেছে।
আরও পড়ুন- সেনাদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশন মোদীর, আত্মনির্ভর ভারতের পক্ষে জোরালো সওয়াল