/indian-express-bangla/media/media_files/2025/08/18/cats-2025-08-18-12-02-07.jpg)
পুতিনের কথাই জেলেনস্কির সামনে শর্ত হিসাবে রাখলেন ট্রাম্প, বৈঠক ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা
Trump Zelensky Meet: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরকদমে চলছে। সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে থাকছেন ইউরোপের শীর্ষ নেতারাও
শুধু ট্রাম্প-জেলেনস্কি নন, এ বৈঠকে উপস্থিত থাকবেন একাধিক ইউরোপীয় নেতা। সূত্রের খবর অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন আলোচনায় অংশ নেবেন।
ট্রাম্প-জেলেনস্কির এই বৈঠক সোমবার দুপুর ১টায় (মার্কিন সময়) অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে। ভারতীয় সময় অনুসারে, বৈঠকটি শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে।
আরও পড়ুন- গুরুতর অসুস্থ জনপ্রিয় রাজনীতিবিদ! অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিরাট উদ্বেগ
আমেরিকায় পৌঁছে জেলেনস্কির বার্তা
আমেরিকা পৌঁছে জেলেনস্কি জানান, “আমাদের ইউরোপীয় বন্ধু এবং আমেরিকার ঐক্যবদ্ধ শক্তি রাশিয়াকে প্রকৃত শান্তির পথে হাঁটতে বাধ্য করবে। এই যুদ্ধ দ্রুত এবং নিরাপদে শেষ করতে হবে।”
বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “ইউক্রেনের উচিত ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ভুলে যাওয়া। একইসাথে ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্যও জেদ না করা।” ট্রাম্পের মতে, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তবে তা রাশিয়ার জন্য বড় 'হুমকি'র কারণ হয়ে দাঁড়াবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। তবে তার আগেই ট্রাম্পের বক্তব্যে হতাশ ইউক্রেন।
ট্রাম্প সাফ জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে কিছু কঠিন শর্ত মেনে নিতে হবে। তার দাবি— ইউক্রেনকে ক্রিমিয়ার উপর তার অধিকার ছেড়ে দিতে হবে। পাশপাশি ন্যাটোতে যোগদান না করার কথাও বলা হয়েছে। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্রিমিয়া ইউক্রেনের অংশ, রাশিয়া ২০১৪ সালে ওই অঞ্চল দখল করে নেয়।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আলোচনা ইতিবাচক হলেও কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। তবুও তিনি ইঙ্গিত দেন, ইউক্রেন যুদ্ধ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে।
সূত্রের খবর, ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন। এমনকি তিনি বলেন, রাশিয়া একটি "মহান শক্তি", তাই যুদ্ধ শেষ করতে ইউক্রেনের উচিত কিছু আপস করা। ট্রাম্প আরও দাবি করেন, পুতিন প্রস্তাব দিয়েছিলেন— ইউক্রেন যদি পূর্ব দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে তবেই রাশিয়া অন্যান্য অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে জেলেনস্কি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
আজকের বৈঠকে ট্রাম্প, জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা মুখোমুখি বসবেন। বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হলেও ট্রাম্পের আগাম শর্ত ইউক্রেনের আশা অনেকটাই ভেঙে দিয়েছে।