Advertisment

Flood In Bengal: রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, জলে ডুবে নিখোঁজ দুই ভাই, শোকে পাথর এলাকাবাসী

Flood In Bengal: রাজ্য সরকারের এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারীর পরিদর্শনের দিন বন্যার জলে ডুবে নিখোঁজ হল দুই ভাইয়ের। ঘটনাট ঘটেছে মালদার মানিচকের শঙ্করটোলা এলাকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
flood

প্রতীকী ছবি

Flood In Bengal: রাজ্য সরকারের এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারীর পরিদর্শনের দিন বন্যার জলে ডুবে নিখোঁজ হল দুই ভাইয়ের। ঘটনাট ঘটেছে মালদার মানিচকের শঙ্করটোলা এলাকায়। মালদার মানিকচক ব্লকের ভুতনী চরের  তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শণের সময় দুই যুবক তলিয়ে যায় গঙ্গার জলে। গত দেড় মাসের বেশী সময় ধরে প্রায় দেড় লক্ষ বাসিন্দা জলবন্দী। ১৬টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এলাকাবাসী। দিনে দিনে পরিস্থিতি ভয়ঙ্কর  হয়ে উঠছে। জল বাড়ছে গঙ্গা নদীর। সাথে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া,পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র সহ ব্লকের আধিকারিকেরা।  

Advertisment

কলকাতার পুজোয় এবার আইরিশ ছোঁয়া, মা দুর্গার পাশেই প্রাণ পাচ্ছে দেবী 'দানু'

জানা গিয়েছে,নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মন্ডল ও বঙ্কিম মন্ডল। সম্পর্কে দুই ভাই। ভূতনি থানার শঙ্করটোলা এলাকার বাসিন্দা। বাঁধ থেকে টিনের নৌকায় করে পাট ছাড়িয়ে বাড়ি ফিরছিল। সেই  সময় টিনের নৌকা উল্টে যায় এবং দুজনই তলিয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা খোঁজাখুঁজির কাজ শুরু করে। স্পিডবোট নামিয়ে খোঁজাখুঁজি চালানো হলেও এখনো তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। সকাল থেকে প্রবল বৃষ্টি এলাকা জুড়ে। তার মধ্যেই রাজ্য সরকারের এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী পরিদর্শন করলেন প্লাবিত এলাকা।এখনও পর্যন্ত ভুতনী চরে  প্লাবিত জলে ডুবে নয় জনের মৃত্যু হয়েছে।

flood in maldah

আহ্লাদে আটখানা ভোজনরসিক বাঙালি, পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ, দাম কত?

এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রথমেই ছুটে যান মানিকচক ঘাটের সেখানে থাকা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ তুলে দেন। পরবর্তীতে মথুরাপুরের মানিকচক মডেল স্কুলের হোস্টেলে থাকা উত্তর চন্ডিপুরের বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে পরিস্থিতি জেনে নিন। এবিষয়ে এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জানান, রাজ্য সরকার সব সময় দুর্গতদের পাশে রয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখলাম। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা সুবিধা প্রদানের কথা সমস্ত কিছুর প্রদান করা হবে তাদের।

Flood Like Situation Bengal Floods Special Story
Advertisment