Advertisment

Malda News: মাছ চাষের পুকুর দখল ঘিরে ধুন্ধুমার! তুমুল সংঘর্ষ দুই গোষ্ঠীর, বাড়ি ভাঙচুর, আগুন

Malda News: মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে পড়ে। বিশাল পুলিশবাহিনী ছুটে যায় এলাকায়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

author-image
Madhumita Dey
New Update
Malda Clash,West Bengal News, মালদায় সংঘর্ষ, পশ্চিমবঙ্গের খবর

দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী।

Malda News: মাছ চাষের জন্য সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গাজোল থানার আকালপুর এলাকা। এই ঘটনায় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি। পুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি মোটরবাইক। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। আগুন নেভাতে মালদা সদর থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। দুই পক্ষের হামলার ঘটনায় জখম হয়েছেন তিনজন। তাঁদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। এই হামলার ঘটনায় পুলিশ দুই পক্ষের মোট তিনজনকে আটক করেছে। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাজোলের শ্যামপুর গ্রামে দু'টি মাছের পুকুর রয়েছে। আর এই পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের দলের সঙ্গে বিবাদ চলছিল শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামাণিকদের। এনিয়ে দু'পক্ষের বিবাদ গড়িয়েছে আদালতেও। এরই মধ্যে শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামাণিকের ওপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। মঙ্গলবার সকালে শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রামানিক ও মনোজ প্রামাণিকের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। সকালে এই হামলার প্রতিবাদ করে এদিন দুপুরে শ্যামপুর গ্রামের লোকজন আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

এদিকে পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে আর রাজনৈতিক বিতর্ক। বিজেপির জেলার সাধারন সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, "তৃণমূলের দুটি গোষ্ঠীর পুকুর দখলকে ঘিরেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা এমনভাবে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে। যেখানে নিজেদের মধ্যে প্রতিটি জায়গায় গন্ডগোল হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।"

আরও পড়ুন- West Bengal News Live: জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টালা থানার প্রাক্তন ওসি

আরও পড়ুন- Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, খুন বলে দাবি পরিবারের

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, "এই ঘটনার সঙ্গে দলের যোগ নেই। গ্রাম্য বিবাদ। দুই পক্ষের মধ্যেই সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে গোলমাল হয়েছে। গাজোলে বিজেপির বিধায়ক রয়েছে। ওখানকার এমপি-ও বিজেপির। ওদের দলের মধ্যেই এই গন্ডগোলের সূত্রপাত। নিজেদের দোষ ঢাকতে রাজনৈতিক রঙ দিচ্ছে বিজেপি।" তবে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের গোলমালের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন- Malda News: আবেদনেও নাম নেই আবাস তালিকায়, ইট বয়ে-মাটি কেটে দিন গুজরান তৃণমূলের প্রাক্তন প্রধানের

Maldah Bangla News Bengali News Malda Bengali News Today Clash West Bengal News
Advertisment