Advertisment

Malda News: আবেদনেও নাম নেই আবাস তালিকায়, ইট বয়ে-মাটি কেটে দিন গুজরান তৃণমূলের প্রাক্তন প্রধানের

Malda News: নিজে পঞ্চায়েতের প্রধান থাকাকালীন অনেককে আবাস তালিকায় ঘর পেতে সাহায্য করেছেন। তবে কোনওদিনও নিজে পাকা ঘরের আবেদন করেননি। অথচ নিজে থাকেন টিনের ছাউনির ঘুপচি ঘরে।

author-image
Madhumita Dey
আপডেট করা হয়েছে
New Update
Malda News,Tmc,Former TMC Panchayat Pradhan: মালদার খবর,তৃণমূল

রাস্তার কাজে ব্যস্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান দিপালী মণ্ডল।

Tmc former panchayat pradhan is running family as a daily wage earner: একসময় তৃণমূলের মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। কিন্তু নিজে পাকা ঘর তৈরির জন্য কোনও দিনও আবাস প্রকল্পের আবেদন করেননি। বরং সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের সেই আবেদন তিনি গ্রহণ করে প্রশাসনের কাছে জমা দিয়েছিলেন। এখন সেই তৃণমূল দলের প্রাক্তন মহিলা প্রধান দিপালী মণ্ডল কখনও মাটি কেটে, আবার কখনও রাস্তার কাজের মাথায় ইঁট বহন করে রোজগার করছেন। তাঁর এই অসহায় অবস্থার কথা সংশ্লিষ্ট এলাকার শাসক ও বিরোধী জনপ্রতিনিধিরা জেনেও প্রয়োজনীয় কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ। পুরাতন মালদা ব্লকের আদিবাসী অধ্যুষিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মহিলা প্রধান দিপালী মণ্ডলকে এখন শ্রমিকের কাজ করেই পেট চালাতে হচ্ছে। তাঁর স্বামী বীরেন মণ্ডল কয়েক বছর আগেই সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়েছেন। 

Advertisment

একমাত্র ছেলে সঞ্জীব মণ্ডল বিয়ে করে আলাদা থাকে। বর্তমানে তৃণমূলের ওই মহিলা প্রাক্তন প্রধানের আশ্রয় বলতে তাঁর বাবার বাড়ি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া এলাকায়। বৃদ্ধ বাবা অভিলাশ মণ্ডল কাজ করতে পারেন না। ফলে পেট চালাতে ওই প্রাক্তন মহিলা পঞ্চায়েত প্রধানকে এখন দিনমজুরি করতে হচ্ছে। 

ভাবুকবু গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন মহিলা প্রধান দিপালী মণ্ডল বলেন, "২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলাম। নিজের জন্য কিছুই করিনি। একমাত্র ছেলে সেও বিয়ে করে আলাদা হয়েছে। স্বামী তো কবেই সংসার ছেড়ে দিয়েছে। পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে আমাকে আর টিকিট দেওয়া হয়নি। তবে আমি যতদিন প্রধানের ক্ষমতায় ছিলাম সততার সাথে কাজ করেছি। নিজের জন্য আবাস যোজনার আবেদন পর্যন্ত সেই সময় করিনি। অথচ মানুষকে পাইয়ে দিয়েছি। এখন পেট চালাতে দিনমজুরি করতে হচ্ছে। কখনও রাস্তার কাজের জন্য ইট বহন করি। আবার কখনও মাটি কাটি।"

আরও পড়ুন- RG Kar Incident: বিধানসভায় আরজি করের নির্যাতিতার বাবা-মা, চোখের জল মোছালেন শুভেন্দু

আরও পড়ুন- West Bengal News Live: চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে হিন্দু বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, কোথায় আছেন ইস্কনের সন্ন্যাসী?

তিনি আরও বলেন, "এইভাবে যতটুকু আয় হয় তাতেই সংসার চালান দিপালীদেবী। বর্তমানে PWD-র অধীনে রাঙ্গামাটিয়া এলাকায় একটি রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। সেখানেই ৩০০ টাকা দিন হিসবে শ্রমিকের কাজ করছি। আমার বাবার একটি ফাঁকা জায়গা আছে। আবাসের জন্য আবেদন করেছি। কিন্তু এখনও তালিকায় নামই ওঠেনি। দু'বেলা খাবার জুটাতে হিমশিম খেতে হচ্ছে। রাজনীতির কথার ভাবি না। কোনওরকমে দিন কাটছে।"

আরও পড়ুন- Kultali News: পণের জন্য নাবালিকা বধূকে খুন! পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী

এদিকে, ভাবুক গ্রাম পঞ্চায়েতের বর্তমান BJP-র প্রধান প্রভুনাথ দুবে বলেন, "দিপালী মণ্ডল আমার প্রতিবেশী। ও লেবারের কাজ করে আমি জানি। ওর কোনও ঘর নেই। তবে ওর বাবা বৃদ্ধ বাবা অভিনাশ মণ্ডলের অল্প একটু ফাঁকা জায়গা আছে। সেখানেই টিন, টালি,চাটাই দিয়েই ওদের ঘর। তবে আবাস যোজনায় ওই প্রাক্তন মহিলা প্রধানের আবেদন করার বিষয়টি জানি, চেষ্টা করছি যাতে তাকে সরকারি ভাবে পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া যায়।"

আরও পড়ুন- Santanu Banerjee: নিয়োগ দুর্নীতিতে এবার জামিন পার্থ ঘনিষ্ঠের, বড় ফ্যাসাদে শান্তনু

অন্যদিকে, তৃণমূলের ভাবুক অঞ্চল কমিটির সভাপতি দিলীপ হেমব্রম বলেন, "দিপালী মণ্ডল ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই বছর সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। পাশাপাশি ২০১৪-এর পঞ্চায়েত নির্বাচন থেকে পাঁচ বছরের সদস্যপদেও ছিলেন তিনি। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানও করা হয়। বর্তমানে তার এমন অবস্থার কথা আমাদের জানা নেই। যদিও তিনি কখনও এব্যাপারে দলীয় নেতৃত্বকে জানাননি । তবে বিষয়টি অবশ্যই খোঁজ নিয়ে দেখব। যতটা পারব সহযোগিতা করব।"

tmc Malda West Bengal News Pradhan Mantri Awas Yojna PM Awas Yojana Bangla Awas Yojana Awas Plus Scheme
Advertisment