Student Death in Malda: মালদায় চরম চাঞ্চল্য, দুই মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মঘাতীর ঘটনায় ধন্দে পরিবার

Student Death in Malda: দুটি পৃথক এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার এমন ঘটনায় রতুয়া এবং ইংরেজ বাজার থানার সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Student Death in Malda: দুটি পৃথক এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার এমন ঘটনায় রতুয়া এবং ইংরেজ বাজার থানার সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Madhumita Dey
New Update
suicide

প্রতীকী ছবি

Student Death in Malda:  দুটি পৃথক এলাকা থেকে মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার এমন ঘটনায় রতুয়া এবং ইংরেজ বাজার থানার সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুই মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত বিষয় থেকেই এই আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রীর নাম সোনিয়া মন্ডল (১৬) এবং শিল্পী বসাক (১৫)। প্রথম জনের বাড়ি রতুয়া থানার সালাবাতপুর এলাকায়। অপর মৃত ছাত্রীর বাড়ি ইংরেজবাজার থানার বাঁশবাড়ী এলাকায়।

Advertisment

মহাকাশ থেকে হিমালয়ের ‘অপার সৌন্দর্য’, রাতের ভারতের বর্ণনা করতে গিয়ে আবেগে ভাসলেন সুনিতা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনিয়া স্থানীয় শ্রীপুর হাইস্কুল থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সামনের মাসেই সোনিয়ার বিয়ে ছিল। মৃত ছাত্রীর বাবা উত্তম মন্ডল জানিয়েছেন,  অন্যান্য দিনের মতো এদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে কাজ করতে যায়।  ফিরে এসে সোনিয়ার মা সুনিতা মন্ডল দেখতে পায় সোনিয়া ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় রয়েছে। সোনিয়ার মায়ের চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে ওড়না কেটে সোনিয়াকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেইখানে কর্মরত চিকিৎসকরা সোনিয়াকে মৃত বলে ঘোষণা করে। উত্তমবাবু পুলিশকে জানিয়েছেন, মে মাসে মেয়ের বিয়ে ছিল। তবে কী কারণে আমার মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো আমরা কেউ বুঝে উঠতে পারছি না।

'বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গের বলে চালিয়েছিল', মমতার নিশানায় BJP, শান্তিপূর্ণ রামনবমী পালনের বার্তা

Advertisment

অন্যদিকে, একইভাবে ইংরেজবাজার থানার বাঁশবাড়ি এলাকার আরও এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত মাধ্যমিক পরীক্ষার্থী শিল্পী বসাকের মা দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন তার বাবা উজ্জ্বল বসাক পেশায় ব্যবসায়ী। তিনি পুলিশকে জানিয়েছেন এবছর তার মেয়ে স্থানীয় একটি হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। হঠাৎ কেন তার মেয়ে আত্মঘাতী হল কিছুই বুঝতে পারছেন না তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুটি আত্মঘাতীর ঘটনায় প্রেম ঘটিত বিষয় জড়িত থাকতে পারে। মৃত দুই ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।