/indian-express-bangla/media/media_files/4VzWnBT7JorZWsXYncMI.jpg)
ফের উৎসবের মরসুমে ভারতের উপর ভয়ঙ্কর হামলার ছক পাকিস্তানের?
ফের ভারতের উপর হামলার ছক পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক সেনা জওয়ান। শুক্রবার সন্ধ্যায় নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই অভিযানে নামে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। অভিযান চলাকালীন বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে একজন জওয়ান গুরুতরভাবে আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এনকাউন্টার স্থলকে ঘিরে রাতভর কড়া কর্ডন তৈরি করা হয়। শনিবার সকাল থেকে পুনরায় যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে। সন্দেহ করা হচ্ছে, দুই থেকে তিনজন জঙ্গি ওই বনাঞ্চলে লুকিয়ে রয়েছে। তল্লাশিতে সেনাবাহিনী ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করছে।
এছাড়াও কিস্তওয়ার এলাকায়ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুক্রবার রাত থেকে সেখানে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে, যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিকে আটক করা যায়নি।
'আমাদের সবচেয়ে বড় শত্রু'.....! কাকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর?
সেনা সূত্রে খবর, উধমপুরে জইশ-ই-মহম্মদের দুই থেকে তিনজন সন্ত্রাসী লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের তথ্য ছিল। সেই ভিত্তিতেই তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, জঙ্গিরা কিছুদিন ধরে অনুপ্রবেশের চেষ্টা করছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পাশাপাশি, শ্রীনগরসহ উপত্যকার আটটি স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।