/indian-express-bangla/media/media_files/2024/12/19/FuWZ7EzJblPoU3ub8SyT.jpg)
প্রতীকী ছবি।
creative designhome dcor:পুজোর মরসুম মানেই নতুন কাপড়, নতুন সাজ আর নিজের ঘরকে সাজিয়ে তোলার ব্যস্ততা। অনেকে চান শৌখিন জিনিসপত্র দিয়ে ঘরে আনতে এক নতুন আবহ। সেই সুযোগে চমক নিয়ে এসেছেন কাঁথির এক চিত্রশিল্পী অভিষেক নন্দী। ফেলে দেওয়া নাট–বল্টু, কাঠ আর নুড়ি পাথরকে কাজে লাগিয়ে তিনি তৈরি করছেন অভিনব সব ঘর সাজানোর শিল্পকর্ম।
শিল্পের প্রতি একান্ত ভালোবাসা থেকেই তিনি অকেজো জিনিসকে বেছে নিয়েছেন তার সৃষ্টির উপাদান হিসেবে। ফেলে দেওয়া নাট–বল্টু, ভাঙা কাঠ কিংবা ছোট নুড়ি পাথর এইসব আবর্জনাকেই নতুন রূপ দিচ্ছেন তিনি। কারও কাছে অযথা বোঝা হলেও অভিষেকের হাতে পড়ে এগুলোই হয়ে উঠছে শৌখিন শিল্পকর্ম। ঝুলন্ত শো-পিস, টেবিল সাজানোর ডেকোর, দেওয়ালে টাঙানো নকশা সবকিছুর মধ্যেই ফুটে উঠছে অভিনবত্ব।
শুধু ঘর সাজানোর সামগ্রী নয়, আসন্ন আলোর উৎসবকেও তিনি ভিন্ন মাত্রা দিতে চাইছেন। পুজোর মরসুম মানেই প্রদীপের কদর। তাই অভিষেক তৈরি করছেন নানা ধরনের প্রদীপ—মাটির প্রদীপ, জল প্রদীপ, সুগন্ধি প্রদীপ, জেল প্রদীপ কি নেই তার ভাণ্ডারে! প্রতিটি প্রদীপই তৈরি হচ্ছে অভিনব ডিজাইন ও রঙের ছোঁয়ায়। ঘরকে শুধু আলোকিত করাই নয়, নান্দনিকতায় ভরিয়ে তোলার ক্ষমতাও রাখে এই প্রদীপগুলি।
আরও পড়ুন- Kolkata Metro: পুজোর আগেই যাত্রী স্বার্থে দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর! মহালয়ায় বাম্পার পরিষেবা
অভিষেকের কথায়, তাঁর এই সৃষ্টিশীল কাজ শুধুমাত্র স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাঁর তৈরি জিনিসের সুনাম। বিশেষত পশ্চিম ভারতের ক্রেতাদের কাছ থেকে তিনি পাচ্ছেন ব্যাপক সাড়া। স্থানীয় গ্রাহকরা যেমন আগ্রহ দেখাচ্ছেন, তেমনি অনলাইনের দৌলতে তাঁর কাজ পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন ই-কমার্স অ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত অর্ডার আসছে তাঁর কাছে।
আরও পড়ুন-House Collapse:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়!