Advertisment

AI Robot : নামমাত্র খরচে AI রোবট, অসাধ্য সাধনে দিশা দেখাল বাংলা, বাঙ্গালির মুকুটে জুড়ল নয়া পালক

AI Robot : রোবটটি বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তিনতি ভাষাতেই সমান ভাবে দক্ষ। পাশাপাশি গণিত, সাধারণ জ্ঞান, খেলাধুলা এবং রাজনীতি সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সক্ষম।

author-image
Sayan Sarkar
আপডেট করা হয়েছে
New Update
AI robot

বাংলা-হিন্দি-ইংরাজি সবেতেই কথা বলতে দিব্যি পারদর্শী বিশেষ এই AI রোবট

AI Robot :  বিশ্বজুড়ে এআইয়ের রমরমা। AI এমন এক প্রযুক্তি যা নিমেষেই বদলে দিয়েছে বিশ্ব প্রযুক্তির মানচিত্রকে। এখন চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে অনলাইন প্রতারণা রোধে পথ দেখাচ্ছে AI, এবার বাংলার বুকে অভিনব AI বোরট বানিয়ে তাক লাগিয়ে দিলেন কল্যাণীর এক বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের ছাত্র-শিক্ষক জুটি। বাংলা-হিন্দি-ইংরাজি সবেতেই কথা বলতে দিব্যি পারদর্শী বিশেষ এই AI রোবট। 

Advertisment

শিক্ষা,খেলাধুলা, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণে মরিয়া বাঙালি। এবার আবারও বিশ্বদরবারে ইতিহাস গড়লেন এক বাঙালি অধ্যাপক। কল্যাণীর এক বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী তাঁর পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন আস্ত এক AI বোরট। রক্ত মাংসের মানুষ না হলেও ঠিক যেন অবিকল মানুষের মত দেখতে এই বিশেষ প্রযুক্তিতে তৈরি রোবট বানাতে বিশ্বরূপ বাবুর সময় লেগেছে পাঁচ মাস। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবোটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এই রোবটটি একাকীত্ব ঘোচাতে বিশেষ কাজে আসবে বলেই দাবি নির্মাতাদের। ভারতের বাজারে এই ধরণের রোবট একেবারেই নতুন বলেও দাবি বিশ্বরূপবাবুর। 

Advertisment

বিশেষ এই AI রোবট তৈরিতে বিশ্বরূপ বাবুর সঙ্গে কাঁধে কাঁধ  মিলিয়ে প্রথম দিন থেকে লড়াই চালিয়ে গিয়েছেন তার পাঁচ ছাত্র। তাদের মধ্যে রয়েছেন অর্ক রজক, সৌভিক কুমার গুহ, হর্ষ কুমার সাউ,রৌশন কুমার যাদব এবং সাগর সাউ। বেসরকারি কলেজের AICTE IDEA ল্যাবের সহায়তায় তৈরি করা হয়েছে বিশেষ এই রোবট। নির্মাতাদের তরফে জানানো হয়েছে বিশেষ প্রযুক্তিতে এই রোবট তৈরির লক্ষ্য অমরত্বের দৃষ্টিভঙ্গি অর্জন করা।

রোবটটি বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তিনতি ভাষাতেই সমান ভাবে দক্ষ। পাশাপাশি গণিত, সাধারণ জ্ঞান, খেলাধুলা এবং রাজনীতি সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রায় ৬০,০০০-টাকায় তৈরি করা হয়েছে বিশেষ এই রোবট। হুবহু মানুষের মত কাজের জন্য বিশেষ AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই রোবটে। শরীরে লাগানো হয়েছে একাধিক মোটর। যার মাধ্যমে স্বাভাবিক ভাবে হাত পা নাড়াচাড়া করতে পারে এই রোবটটি। যেখানে আন্তর্জাতিক AI রোবটের মডেল তৈরিতে খরচ হচ্ছে কয়েক কোটি টাকা সেখানে মাত্র ৬০ হাজার টাকায় অসাধ্য সাধন করেছেন ছাত্র-শিক্ষক এই জুটি। স্কুল, কলেজ, শপিং মল এবং অন্যান্য পাবলিক স্পেসে ব্যবহার করার জন্য ডিজাইন এটি ডিজাইন করা হয়েছে। 

Robotics West Bengal AI
Advertisment