INDIA-PAKISTAN: ফের সীমান্তে পাকিস্তানের দৌরাত্ম! প্রবল গুলির লড়াইয়ে শহীদ এক ভারতীয় সেনা

INDIA-PAKISTAN: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ চালু করেছিল এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করে।

INDIA-PAKISTAN: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ চালু করেছিল এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir kupwara encounter

সংঘর্ষে ভারতের এক সাহসী সেনা জওয়ান শহীদ হন।

INDIA-PAKISTAN: জম্মু ও কাশ্মীরের উরিতে আবারও জঙ্গিদের  অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (১৩ আগস্ট) সকালে উত্তর কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়। সেনা সূত্রে খবর, গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক সেনা। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। গত ১৩ দিনে এটি সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তৃতীয় সংঘর্ষ। সেনা সূত্রে জানা গিয়েছে, ১২ আগস্ট গভীর রাতে পাকিস্তান থেকে জঙ্গিদের একটি দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালালে এই ঘটনা ঘটে। সংঘর্ষে ভারতের এক সাহসী সেনা জওয়ান শহীদ হন।

Advertisment

'১৪০ কোটির প্রস্রাব... সুনামিতে ভেসে যাবে', পাকিস্তানকে তীব্র কটাক্ষ অভিনেতা মিঠুনের

পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্দুর’ চালু করেছিল এবং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করে। পাল্টা পাকিস্তানও ড্রোন হামলা চালায়। পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও সীমান্তে শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। উরির এই অনুপ্রবেশ চেষ্টা ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানের প্রথম বড় উস্কানি বলে মনে করছে সেনা সূত্র।

Advertisment

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান “অর্ধেক বিশ্ব”কে ডুবিয়ে দেবে। ভারতের বিদেশ মন্ত্রক এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে জানিয়েছে, “এটি পাকিস্তানের পুরনো অভ্যাস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এর গুরুত্ব বুঝে গিয়েছে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ অব্যাহত রাখবে।

ট্রাম্প-মোদীর সাক্ষাৎ নিয়ে চলছে জোর জল্পনা, মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য সংঘাত?

Uri india pakistan