/indian-express-bangla/media/media_files/2025/03/31/D8eghCyW97Cembnm9JQ9.jpg)
ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
US-Canada Trade War: ফের উত্তপ্ত বাণিজ্য সম্পর্ক। শুল্ক নিয়ে এবার বিরাট সিদ্ধান্ত নিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
সবচেয়ে বড় আপডেট, কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লা?
সোশ্যাল মিডিয়ায় কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি প্রকাশ লেখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন,এই নতুন কর ১ আগস্ট থেকে কার্যকর হবে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন যে কানাডা যদি প্রতিক্রিয়ায় কোনও পদক্ষেপ নেয়, যেমন আমেরিকান পণ্যের উপর কর আরোপ করা, তাহলে এই ৩৫% হার আরও বাড়ানো হতে পারে। শুধু কানাডাই নয়, ট্রাম্প জানিয়েছেন, অন্যান্য বাণিজ্য অংশীদার দেশের উপরও ১৫% থেকে ২০% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে আরও চাপ সৃষ্টি করতে পারে।
অ্যাপলের নতুন সিওও সাবিহ খান, জানেন একদিনে কত টাকা আয় করেন? বেতন জানলে ভিরমি খাবেন
ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। রাজনৈতিক মহল মনে করছে, আমেরিকা ও কানাডার দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক এই সিদ্ধান্তের ফলে বড় ধাক্কা খেতে পারে। উল্লেখ্য, আগেও ট্রাম্প প্রশাসন বাণিজ্য সংক্রান্ত নানা কড়া পদক্ষেপ নিয়েছে। এবার তারই আরও এক ধাপ হিসেবে ধরা হচ্ছে এই ঘোষণাকে। এখন দেখার, কানাডা এই সিদ্ধান্তের কী জবাব দেয়।