uttarakhand cloudburst: মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ভয়াবহ ভূমিধস! নিখোঁজ কমপক্ষে ৯ জন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

uttarakhand cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রবিবার ও হড়পা বানের ফলে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ কমপক্ষে ৯ জন শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা।

uttarakhand cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রবিবার ও হড়পা বানের ফলে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ কমপক্ষে ৯ জন শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
উত্তরাখণ্ড ক্লাউডবাস্ট, ভূমিধস, নিখোঁজ শ্রমিক, চারধাম যাত্রা, উত্তরকাশী দুর্যোগ, এনডিআরএফ উদ্ধার, সিলাই এলাকা, যমুনোত্রী সড়ক, হোটেল ধ্বংস, মুখ্যমন্ত্রী ধামি

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ভয়াবহ ভূমিধস

uttarakhand cloudburst: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রবিবার মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ কমপক্ষে ৯ জন শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ এবং বিরাট পুলিশ বাহিনী।

Advertisment

পুলিশ সূত্রে খবর, যমুনোত্রী জাতীয় সড়কের ধারে একটি নির্মীয়মাণ হোটেলের পাশে শ্রমিকদের অস্থায়ী শিবির ছিল। তাতে মোট ১৯ জন শ্রমিক ছিলেন। হঠাৎ ভূমিধসের জেরে শিবিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধার করা হয়েছে ১০ জনকে, কিন্তু এখনও নিখোঁজ ৯ জন শ্রমিক

Advertisment

উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য এক ভিডিও বার্তায় বলেন, “সিলাই অঞ্চলে রাত প্রায় ৩টে নাগাদ ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকার্যে দ্রুত নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশকে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও ভূমিধসের ঘটনায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে একদিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক

Cloudbursts