/indian-express-bangla/media/media_files/2025/06/29/9-missing-after-uttarakhand-cloudburst-2025-06-29-12-12-23.jpg)
মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ভয়াবহ ভূমিধস
uttarakhand cloudburst:উত্তরাখণ্ডের উত্তরকাশীতে রবিবার মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের ফলে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ কমপক্ষে ৯ জন শ্রমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ এবং বিরাট পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, যমুনোত্রী জাতীয় সড়কের ধারে একটি নির্মীয়মাণ হোটেলের পাশে শ্রমিকদের অস্থায়ী শিবির ছিল। তাতে মোট ১৯ জন শ্রমিক ছিলেন। হঠাৎ ভূমিধসের জেরে শিবিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধার করা হয়েছে ১০ জনকে, কিন্তু এখনও নিখোঁজ ৯ জন শ্রমিক।
उक्त स्थान पर यमुनोत्री हाइवे का 10-12 मीटर हिस्सा वास आउट हो गया है, मार्ग को सुचारु करने का कार्य जारी है, मार्ग सुचारु होने मे समय लग सकता है। सुरक्षा के दृष्टिगत पुलिस द्वारा तीर्थंयात्रियों को सुरक्षित स्थानों पर रोका गया है।#RoadUpdate#rescuepic.twitter.com/2Z30vgk0hv
— Uttarkashi Police Uttarakhand (@UttarkashiPol) June 29, 2025
উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য এক ভিডিও বার্তায় বলেন, “সিলাই অঞ্চলে রাত প্রায় ৩টে নাগাদ ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকার্যে দ্রুত নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং স্থানীয় পুলিশকে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও ভূমিধসের ঘটনায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে একদিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরকাশীর জেলাশাসক।