Durgapur rape case:গণধর্ষণ নয়? দুর্গাপুরকাণ্ডে পুলিশের হাতে নয়া তথ্য

Durgapur rape:দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ মামলার তদন্তে পুলিশের পুনর্নির্মাণের কাজ শেষ। সিপি জানিয়েছেন, নির্যাতিতা ছাত্রীর সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়।

Durgapur rape:দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ মামলার তদন্তে পুলিশের পুনর্নির্মাণের কাজ শেষ। সিপি জানিয়েছেন, নির্যাতিতা ছাত্রীর সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Durgapur rape case,  Medical student rape Durgapur  ,Police reconstruction,  Durgapur investigation update  ,Abhishek Gupta DC,  Rape case West Bengal , Durgapur incident,  Police interrogation Durgapur,দুর্গাপুর ধর্ষণ কাণ্ড,  চিকিৎসক ছাত্রী ধর্ষণ,  দুর্গাপুরে গণধর্ষণ মামলা,  পুলিশের তদন্ত দুর্গাপুর  ,অভিষেক গুপ্ত ডিসি,  ঘটনাস্থলে পুনর্গঠন  ,নির্যাতিতা ছাত্রী দুর্গাপুর  ,মেডিক্যাল রিপোর্ট ধর্ষণ মামলা

Durgapur rape case: সাংবাদিক বৈঠকে সিপি।

Durgapur rape case: দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ মামলার তদন্তে আজ ঘটনাস্থলে ঘটনার পুনর্গঠন করল পুলিশ। অভিযুক্ত পাঁচজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়, যেখানে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নিহত ছাত্রীর আটক বন্ধু’কেও এই সময় ঘটনাস্থলে আনা হয়।

Advertisment

তবে প্রাথমিকভাবে সিপি যা জানিয়েছেন তাতে এটা খানিকটা ধারণা করা হচ্ছে যে নির্যাতিতাকে গণধর্ষণ করা হয়নি, তাঁকে ধর্ষণ করেছে একজনই। তবে এখনও তদন্ত চলছে, তাই এই ব্যাপারে পুলিশের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- West Bengal news Live Updates:আপাতত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, অর্জুন সিংকে রক্ষাকবচ হাইকোর্টের

Advertisment

 ডিসি জানিয়েছেন, পুলিশের কাছে খবর আসার পরেই ব্যবস্থা নেওয়া হয়। নির্যাতিতার সহপাঠীর আচরণও সন্দেহর ঊর্ধেব নয়। তদন্ত যেভাবে এগোচ্ছে সেভাবে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তারও এই ঘটনায় যোগ প্রমাণিত হয় তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

আরও পড়ুন- YouTuber Arrest: সোশ্যাল মিডিয়া ভিডিও-র অজুহাতে নাবালিকাকে ধর্ষণ, ইউটিউবার বাবা-সহ ছেলে গ্রেফতার

ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, তদন্তে এখনও অবধি জানা গেছে ধর্ষণ করেছে একজন, বাকি অভিযুক্তদের এই ঘটনার সঙ্গে কেমন যোগ আছে তা খতিয়ে দেখা হবে। নির্যাততিার পরিবারের সুরক্ষার ব্যাপারে পুলিশ যথোপযুক্ত পদক্ষেপ করছে। যে হাসপাতালে নির্যাতিতা ভর্তি আছেন তাদের সঙ্গেও পুলিশ যোগযোগ রেখেছে।

আরও পড়ুন-Bus Accident:চলন্ত বাসে ভয়াবহ দুর্ঘটনা, জানলা দিয়ে বের করা হাত কেটে পড়ল যাত্রীর

সাংবাদিক বৈঠকে সিপি জানিয়েছেন, এখনও মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু রিপোর্ট আসা বাকি আছে। যেহেতু তদন্ত চলছে বাকি যারা অভিযুক্ত আছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

police rape Durgapur Durgapur rape case