Ajker Rashifal Bengali, 4 November 2025: মেষ থেকে মীন, কে পাবেন সৌভাগ্যের ছোঁয়া? দেখুন আজকের রাশিফল

Today Horoscope, 4 November, 2025: মেষ, বৃষ থেকে মীন রাশি পর্যন্ত আজ কার ভাগ্য উজ্জ্বল? জেনে নিন প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস।

Today Horoscope, 4 November, 2025: মেষ, বৃষ থেকে মীন রাশি পর্যন্ত আজ কার ভাগ্য উজ্জ্বল? জেনে নিন প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Today tuesday horoscope, september horoscope, ajker rashifal, viswakarma puja, bangla horoscope, Today rashifal bangla, আজকের রাশিফল বাংলা

Today Tuesday horoscope: মঙ্গলবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 4 November 2025: আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ চন্দ্র অবস্থান করছে মীন থেকে মেষ রাশিতে, যার ফলে দিনভর আবেগ ও উদ্যমের মিশ্রণ থাকবে। তিথি অনুযায়ী রাত ৯:৫২ পর্যন্ত চলবে চতুর্দশী তিথি। তারপর শুরু হবে পূর্ণিমা। আজকের শুভ রং — লাল ও গোলাপি, শুভ রত্ন — রক্তপ্রবাল।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ সকালেই দূরের যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খরচ বাড়লেও দুপুরের পর কর্মক্ষেত্রে উন্নতি দেখা দেবে। গৃহস্থালি কাজে অর্থলাভের যোগ রয়েছে। শুভ সংখ্যা ৪৭। 

আরও পড়ুন- সবজি যেখানে মহৌষধ! খেলে সারে অসংখ্য রোগ, মূলার উপকারিতা জানেন?

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ আয়ের পথ খুলে যাবে। চাকরিজীবীরা সকালে ভালো সংবাদ পাবেন। বিদেশ থেকে যোগাযোগে নতুন সুযোগ আসবে, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। শুভ সংখ্যা ১৯। 

আরও পড়ুন- নাভিতে লাগান এই বিশেষ তেল, ব্রণ-বলিরেখার সমাধান হবে চটজলদি

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

সকালে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায় প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। দুপুর থেকে অর্থলাভ ও কাজের অগ্রগতি। শুভ সংখ্যা ৬৩। 

আরও পড়ুন- মরুরাজ্য রাজস্থানে নজর গোটা বিশ্বের, পুষ্কর মেলার এই কাহিনিগুলো জানতেন?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

ভিসা বা বিদেশ সংক্রান্ত কাজে কিছু বিলম্ব হতে পারে। দুপুর থেকে কর্মক্ষেত্রে উন্নতি, প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। শুভ সংখ্যা ২১। 

আরও পড়ুন- ভাত-রুটি সবেতেই জমবে লোটে মাছের মুখরোচক দোপেঁয়াজা, বানিয়ে ফেলুন এই সহজ কায়দায়

সিংহ/ Leo রাশিফল Rashifal 

ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। দুপুর থেকে ভাগ্য উন্নতি ও বিদেশ যাত্রার সুযোগ আসবে।
 শুভ সংখ্যা ৭১। 

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

অংশীদারিত্বের কাজে সকালটা একটু কঠিন হয়ে যাবে। দুপুর থেকে ব্যবসায় আয় বৃদ্ধি ও শেয়ার মার্কেটে লাভ হবে। শুভ সংখ্যা ৯০। 

তুলা/ Libra রাশিফল Rashifal

দিনটি শুরু হবে কিছু মতবিরোধ দিয়ে, তবে বিকেলে ব্যবসা ও সম্পর্ক উভয় ক্ষেত্রেই উন্নতি হবে। ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিন। শুভ সংখ্যা ৪৪। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

সৃজনশীল কাজে বাধা এলেও দুপুর থেকে উন্নতির ইঙ্গিত। সন্তানের বিষয়ে মনোযোগ দিন। সহকর্মীদের সহায়তা মিলবে। শুভ সংখ্যা ২২। 

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আত্মীয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। বিকেলে প্রেম ও পারিবারিক বিষয়ে সাফল্য মিলবে।
শুভ সংখ্যা ১৫। 

মকর/ Capricorn রাশিফল Rashifal

সকালে অপ্রত্যাশিত খবর পেতে পারেন। দুপুরে গণমাধ্যম বা নতুন প্রজেক্টে সুযোগ আসবে। মায়ের সঙ্গে মতবিরোধ এড়ান। শুভ সংখ্যা ১৫। 

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

বকেয়া অর্থ ফিরে পেতে পারেন। দুপুর থেকে বিদেশি যোগাযোগ ও গার্মেন্টস ব্যবসায় লাভ। শুভ সংখ্যা ৩৬। 

মীন/ Pisces রাশিফল Rashifal

দিনের প্রথমার্ধে আর্থিক বাধা থাকলেও দুপুর থেকে উন্নতির ইঙ্গিত। সম্পর্ক ও কাজে ধৈর্য ধরুন। শুভ সংখ্যা ৪০।

আজকের শুভক্ষণ, সকাল: ৬:১৬–৭:০৭, ৭:৫১–১১:৩০। রাত: ৫:২৪–৮:৪৮, ৯:৪০–১২:১৭, ২:০২–৩:৪৫, ৫:৩১–৬:১৭। আজকের দিনটিতে যাঁরা আত্মবিশ্বাস ধরে রাখবেন, তাঁরা গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। বিশেষত মেষ, তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য দিনটি খুবই ইতিবাচক হতে চলেছে।

bengali Ajker Rashifal