/indian-express-bangla/media/media_files/2025/08/25/vegetable-price-hike-2025-08-25-10-22-50.jpg)
অগ্নিমূল্য সবজির দর,'ছুলেই ছ্যাকা'!কবে মিলবে সুরাহা? রইল বিরাট আপডেট
vegetable Price Hike: টানা রেকর্ড বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় কলকাতা ও শহরতলির বাজারে শাকসবজির দাম লাগামছাড়া। স্থানীয়স্তরে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে দক্ষিণী রাজ্য কর্নাটক সহ অন্যান্য রাজ্য থেকে শাকসবজি আনা হচ্ছে। এর ফলে পরিবহণ খরচও যুক্ত হয়ে আরও চড়া হয়েছে বাজারদর। ফলে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির।
আরও পড়ুন- মুহূর্তে ভাঙল নীরবতা! ভয়ঙ্কর দুর্ঘটনায় হাহাকার, মৃত্যুমিছিলে বুক ফাটা কান্না, হাসপাতালে স্তূপাকৃতি দেহ
কলকাতার প্রায় সব বাজারেই শাকসবজির দাম কেজি প্রতি ৮০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এর মধ্যে কিছু নিত্যপ্রয়োজনীয় সবজির দাম একেবারে আকাশছোঁয়া। কাঁচা লঙ্কার কেজি ১৫০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, যা গত জুলাই মাসে ছিল প্রায় অর্ধেক। সিজনাল সবজি সজনে ডাঁটা উঠেছে ১৮০ টাকায়, যা এক মাস আগেও ছিল ১২০ টাকা। ফুলকপি মাঝ জুলাইতে ছিল ৪০ টাকা, বর্তমানে প্রতি পিস বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। টমেটোর দামও ৮০ টাকা প্রতি কেজি।
আরও পড়ুন-কী ভয়ঙ্কর কাণ্ড! রেললাইনের ধার থেকে উদ্ধার পরিযায়ী শ্রমিকের দেহ, তুমুল চাঞ্চল্যে ব্যাপক শোরগোল
বিক্রেতারা জানিয়েছেন, টানা বৃষ্টির ফলে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি থেকে আসা প্রায় ৮০ শতাংশ শাকসবজি রাতের মধ্যেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ভেন্ডরস অ্যাসোসিয়েশনের সভাপতি কমল দে জানান, জল জমে গাছ ও ফল নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষেতের ফসল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রতিবেশী রাজ্যগুলির উপর নির্ভর করতে হচ্ছে। দাম আরও কিছুটা বাড়তে পারে।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা
টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, সোমবার কলকাতার একাধিক বাজার ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। আশা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। সবজীর দাম বাড়ার কারণের মধ্যে অন্যতম অতিবৃষ্টি ও পরিবহন খরচ। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, শুধুমাত্র বৃষ্টিই নয়, এ বছর ফসলের উৎপাদনই প্রত্যাশার তুলনায় অনেক কম। ফলে অন্তত আগামী কয়েক মাস ক্রেতাদের কপালে ভাঁজ পড়বেই।