/indian-express-bangla/media/media_files/2025/08/25/accident-bulandshahr-road-2025-08-25-09-57-01.jpg)
ট্রাক্টরের সঙ্গে কনটেইনার ধাক্কায় প্রাণ গেল ৮ জনের।
UP Road Accident: ট্রাক্টরের সঙ্গে কনটেইনার ধাক্কায় প্রাণ গেল ৮ জনের। আহত হয়েছেন কমপক্ষে আরও ৪৫। ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দশহরে।
আরও পড়ুন-সপ্তাহের প্রথম দিনেই তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সম্ভাবনা! কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত?
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আলিগড় সীমান্তের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে আসা একটি কন্টেইনার পেছন থেকে ভক্ত ভর্তি একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রাক্টরটি উল্টে যায়। এই দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময়, ট্রাক্টরে ৬০-৬১ জন ভক্ত ছিল। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুরু করে উদ্ধারকার্য।
আরও পড়ুন- সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি, এই ৫ বন্দে ভারত শুরু থেকেই দৌড়োয় ১৩০ কিমি গতিতে
পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনায় মোট ৪৫ জন ভক্ত আহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে তিনজনকে ICU-তে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফণা তুলছে আরও একটি নিম্নচাপ! ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা
দুর্ঘটনায় বিষয়ে তথ্য দিতে গিয়ে বুলন্দশহরের এসএসপি দীনেশ কুমার সিং বলেন, "আলিগড় সীমান্তে জাতীয় সড়ক-৩৪-এ একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০-৬১ জন ভক্ত একটি ট্র্যাক্টরে করে কাসগঞ্জ জেলা থেকে রাজস্থান যাচ্ছিলেন। পিছন থেকে আসা একটি দ্রুতগতির কনটেইনার ট্র্যাক্টরটিকে ধাক্কা দেয়। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জন ছাড়া বাকি সকলেই স্থিতিশীল। চালককে আটক করা হয়েছে"।