/indian-express-bangla/media/media_files/2025/07/10/video-2025-07-10-14-46-16.jpg)
Controversial Video: সিপিএমের দেওয়া ভিডিও থেকে নেওয়া ছবি।
ছাত্রীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি, গাঁজা খাওয়ার দৃশ্য, আর ইউনিয়ন রুমে তৃণমূলের নেতারা, এবার CPIM প্রকাশ করল বিস্ফোরক ভিডিও। সোনারপুর কলেজের এই ঘটনায় বামেদের নিশানায় সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তাঁর মদতে শিক্ষাঙ্গনে নোংরামির অভিযোগ সিপিএমের।
সোনারপুর কলেজ ক্যাম্পাসে গাঁজার আসর। ভিডিও সামনে এনে তৃণমূলকেই আক্রমণ শানিয়েছে তৃণমূল বিঁধেছে সিপিএম। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে একটি সাংবাদিক সম্মেলনে কলেজ সোনারপুর কলেজ ক্যাম্পাসের কিছিু ভিডিও সামনে আনা হয়েছে। কয়েকটি ভিডিও-য় দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের ভিতরেই কলেজের এক ছাত্রনেতা প্রকাশ্যে এক ছাত্রীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। ছাত্রীটি নিজেও কলেজেরই পড়ুয়া বলে সিপিএমের দাবি।
এখানেই শেষ নয়। কলেজ ক্যাম্পাসেই একাধিক পড়ুয়ার গাঁজা খাওয়ার দৃশ্যও ভিডিওতে ধরা পড়েছে বলে দাবি করেন বাম নেতৃত্ব। আর এসবের মাঝেই আরও কটি ছবিতে দেখা যায়—তৃণমূলের স্থানীয় নেতারা গিয়ে বসে আছেন কলেজের ইউনিয়ন রুমে। স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতি আর স্থানীয় ক্ষমতার জোটকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন- West Bengal News Live updates: কসবা কাণ্ডে উত্তাল রাজপথ, কলেজস্ট্রিটে ধুন্ধুমার
প্রসঙ্গত, দু’দিন আগেই একটি ভিডিও সামনে আসে, যেখানে কলেজ ইউনিয়ন রুমে এক ছাত্রী এলাকার এক যুব নেতার মাথা টিপে দিচ্ছিলেন। সেই ভিডিও ঘিরেই তোলপাড় শুরু হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই আরও একের পর এক দৃশ্য সামনে আসায় চর্চা বেড়েছে।
সিপিএমের অভিযোগ, সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি লাভলি মৈত্রের প্রশ্রয়েই এই ধরনের ঘটনাগুলি ঘটছে। শুধুমাত্র সোনারপুর নয়, জেলার অন্য কলেজগুলিতেও একই ধরনের অনৈতিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ করেছেন বাম নেতৃত্ব। তাঁদের কথায়, “তৃণমূল ছাত্র রাজনীতির নামে শিক্ষাকে শেষ করে দিচ্ছে। শিক্ষাঙ্গণে দলবাজির অভয়ারণ্য বানিয়ে তোলা হয়েছে কলেজগুলোকে।”