সপ্তাহান্তে চরম দুর্ভোগ, বন্ধ থাকবে শহর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতু, বিরাট ভোগান্তির আশঙ্কা

আগামীকাল অর্থাৎ শনিবার ভোর পাঁচটা থেকে সকাল সকাল ন'টা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতুটি। শুধু শনিবারই নয় পরশু রবিবারও দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি দ্বিতীয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আগামীকাল অর্থাৎ শনিবার ভোর পাঁচটা থেকে সকাল সকাল ন'টা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতুটি। শুধু শনিবারই নয় পরশু রবিবারও দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি দ্বিতীয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IMD Weather Forecast, West Bengal Rain Alert, Kolkata Thunderstorm, Gangetic Bengal Rainfall, IMD Monsoon Alert, Fishermen Warning Bay of Bengal, পশ্চিমবঙ্গ বৃষ্টি খবর, নিম্নচাপ পশ্চিমবঙ্গ, কলকাতার আবহাওয়া ২০২৫, আজকের আবহাওয়া পূর্বাভাস, ভারী বৃষ্টি সতর্কতা, পশ্চিম মেদিনীপুর বৃষ্টি, কলকাতা বজ্রবিদ্যুৎ

আবারও বন্ধ হতে চলেছে দ্বিতীয় সেতু।

আবারও বন্ধ হতে চলেছে দ্বিতীয় সেতু। আগামীকাল অর্থাৎ শনিবার ভোর পাঁচটা থেকে সকাল সকাল ন'টা পর্যন্ত বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতুটি। শুধু শনিবারই নয় পরশু রবিবারও দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি দ্বিতীয় বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন- দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টিপাত, ফের নিম্নচাপের ভয়াল প্রভাব বাংলায়? ব্রেকিং আপডেট আবহাওয়া দফতরের

আবারও সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার এবং রবিবার কয়েক ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে দ্বিতীয় হুগলি সেতু ধরে যাওয়া গাড়িগুলিকে ঘুর পথে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisment

আরও পড়ুন-পুলিশ পিটিয়ে আসামী ছিনতাই, তৃণমূল নেতার 'বাহুবলী অ্যাকশন', হুলস্থূল কাণ্ডে বিরাট গ্রেফতারি

এর আগেও চলতি বছরের আগস্ট মাসে দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। সেবারও এট দাফায় ব্রিজ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ফির এক দফায় দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
ফি দিন কলকাতার অন্যতম ব্যস্ততম সেতু দিয়ে হাজার হাজার গাড়ি যাতায়াত করে। শনি ও রবিবার দু'দিন দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে বলেই আশঙ্কা। জানা গিয়েছে কেবল ও বিয়ারিং বদল করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে। 

Second Hooghly Bridge