/indian-express-bangla/media/media_files/2025/08/21/kolkata-weather-2025-08-21-10-16-45.jpg)
জানুন আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।
দুপুর গড়াতেই কলকাতায় শুরু তুমুল বৃষ্টিপাত। বিদায় বেলায় ফের বর্ষার নয়া ইনিংস? ব্রেকিং আপডেট আবহাওয়া দফতরের।
আরও পড়ুন-তালিবান সম্পর্কে দিল্লিতে বড় সিদ্ধান্ত, কাবুলে এবার বিরাট পদক্ষেপ ভারতের
বাংলায় ফের নিন্মচাপের ভ্রূকুটি। দক্ষিণ বাংলাদেশের উপরে এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিন্মচাপের এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- তালেবান মন্ত্রী মুত্তাকি ভারতে আসায় ক্ষুব্ধ পাকিস্তান? কাবুল সহ তিনটি শহরে বিমান হামলা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-নবাবের যৌতুক থেকে ঐতিহাসিক রাজবাড়ি, বারুইপুরের রায়চৌধুরী পরিবারের কাহিনী আজও চর্চায়
শনিবার থেকে আরও কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর ইয়েলো অ্যালার্ট জারি করেছে। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির হাত থেকে খুব একটা স্বস্তি নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরসহ আটটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি আগামী বুধবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- দুর্গাপুজো মিটতেই অ্যাকশন মোডে ED! দাপুটে মন্ত্রীর অফিস-সহ কলকাতার দিকে দিকে হানা