/indian-express-bangla/media/media_files/2025/04/14/ZkxOY1cqRLJyXHwdwaZW.jpg)
Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Violence over Waqf Act in Murshidabad Suvendu blames Tmc: ওয়াকফ আইন (Waqf Law) নিয়ে প্রতিবাদের সুনামি আছড়ে পড়েছিল মুর্শিদাবাদে (Murshidabad)। পরিস্থিতি সামলাতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার দায় রাজ্যের শাসকদল তৃণমূলের উপরেই চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলকে আক্রমণ করে এদিন বিরোধী দলনেতা বলেন, "হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে। মুর্শিদাবাদের চক্রান্ত মৌলবাদীদের। আনসারুল বাংলার মতই তৃণমূল ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল। ১০০ কোটির সম্পত্তি লুঠ হয়েছে মুর্শিদাবাদে। তদন্তভার নিক NIA। বাংলাদেশের স্টাইলে দোকান-বাজার লুঠ হয়েছে। হিন্দুদের ১০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হয়েছে।"
তিনি আরও বলেন, "লম্বা রোড ম্যাপ তৈরি করেছি আমরা। ছাড়ব না। নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা-জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে। হিন্দুদের ১০০ কোটির সম্পত্তি নষ্ট হয়েছে। কিশোরদের উসকে দোকান-বাজারে লুঠ করানো হয়েছে। এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছেন হিন্দুরা। আনসারুল বাংলার মতোই বিপজ্জনক তৃণমূল কংগ্রেস।"
জঙ্গিপুর দিয়েই মুর্শিদাবাদে ওয়াকফ-হিংসা ছড়িয়ে পড়ে। এদিন সেই বিষয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে দুটি নাম উঠে এসেছে। এই দু'জনের মদতেই জঙ্গিপুরে হিংসা ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এই প্রসঙ্গে শুভেন্দু এদিন বলেন, "মানিক ফকির আর দীপক ব্যাপারি...জঙ্গিপুরে প্রথমে লাগিয়েছে। এর নাম FIR-এ আছে। আমরা ৬০০ জনের নাম-ছবি চিহ্নিত করে দিয়েছি। তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য আছে। যেখানে-যেখানে হিন্দুরে বাড়িতে লুঠ করেছে, তাদের অনেকে বিজেপিশাসিত রাজ্যে কাজ করে, তাদের তালিকাও রেডি হচ্ছে। ওদের ওখান থেকে এনে এখানে বাড়ি-ঘর সারাতে হবে।"