West Bengal News Highlights: ফের অশান্তি মুর্শিদাবাদে! সামশেরগঞ্জে জওয়ান-পুলিশকেই ঘেরাও, তুমুল উত্তেজনা

West Bengal News Updates Today 14 April, 2025: দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের লাইভ আপডেট পড়ুন। আজ দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates Today 14 April, 2025: দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের লাইভ আপডেট পড়ুন। আজ দিনভর কোথায় কী? এক ক্লিকে পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bengal fourth phase election central forces

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights: নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদে সামসেরগঞ্জে। জাফরাবাদ এলাকায় হঠাৎই দুষ্কৃতীরা পুলিশ ও টহলরত  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলে। তুমুল উত্তেজনা তৈরি হয় এলাকায়। শেষমেষ বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisment

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে এবার কলকাতায় মিছিল ISF-এর। মৌলালী-রামলীলা ময়দান মিছিলের নেতৃত্বে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। জাতীয় পতাকা নিয়ে শ'য়ে-শ'য়ে আইএসএফ কর্মী-সমর্থক মিছিলে সামিল। "ওয়াকফ বিল মানব না, দাঙ্গাবাজ সরকার আর নেই দরকার", BJP বিরোধিতায় সুর চড়াল আইএসএফ। "এই সমস্যা শুধু মুসলমানদের নয়, এটা সংবিধান রক্ষার আন্দোলন।" মিছিলে যোগ দিয়ে বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার সকালে ভাঙড়ের বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করে ISF কর্মীরা। প্রতিবাদকারীদের মিছিল আটকাতে আগেভাগে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় আইএসএফ কর্মীদের। মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম দশা হয় পুলিশের। ভাঙড়ের বাইরে থেকেও মিনাখাঁ, সন্দেশখালির আইএসএফ কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে। কলকাতার দিকে তাঁদের গাড়ি ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, তা ঘিরেই ছড়ায় উত্তেজনা।

ভয়াবহ দুর্ঘটনার কবলে কলকাতার ধর্মতলাগামী বাস। সোমবার সকালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। মারাত্মক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ধানকল মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল বেসরকারি ওই বাসটি, অপরদিক থেকে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। তারই জেরে মারাত্মক এই কাণ্ড ঘটে যায়। এই দুর্ঘটনার জেরে বিষ্ণুপুরে ১১৭ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটর তৈরি হয়। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানেরা ব্যবস্থা করে। মৃতদেহ উদ্দার করা হয়। আহতদের স্তানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

  • Apr 14, 2025 15:59 IST

    West Bengal News Live: ফিরহাদের মন্তব্যকে নিশানা বিজেপির

     

    মুর্শিদাবাদ কাণ্ডে ফিরহাদ হাকিমের বক্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। গতকাল এক অনুষ্ঠানে কলকাতায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মুর্শিদাবাদের তান্ডবকে পুরোটাই রাজনীতি বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, 'মুর্শিদাবাদে হিন্দুদের পাশাপাশি আক্রান্ত  মুসলিমরাও'। এবার ফিরহাদের এই বক্তব্যকে নিশানা করে আসরে নেমেছে বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "এক সময় সুভাষ চন্দ্র বসুর মতো বরেণ্য ব্যক্তিত্বরা যে কলকাতা কর্পোরেশনের মেয়রের আসন অলংকৃত করেছিলেন, সেই পদে বর্তমানে অধিষ্ঠিত রয়েছেন ফিরহাদ হাকিম। তবে মুর্শিদাবাদ কান্ডে তাঁর করা  মন্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে"।

    তিনি আরও বলেন, "রাজ্য মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অতীতে একাধিকবার সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন । বিশেষ করে, মুর্শিদাবাদ থেকে হিন্দুদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়ে তাঁর মন্তব্য একাধিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। 
    তার এই মন্তব্য বাঙালি হিন্দুদের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি করছে। অনেকেই এই ধরণের ঘটনার সঙ্গে কাশ্মীরি পণ্ডিতদের তুলনা টানতে শুরু করেছেন"। বিজেপি নেতা মেয়রকে নিশানা করে বলেন,  "ফিরহাদ হাকিম অতীতে কলকাতার একটি অংশকে “মিনি পাকিস্তান” বলে উল্লেখ করেছিলেন। দাওয়াত-ই-ইসলামের মতো সংস্থার প্রতি প্রকাশ্য সমর্থন এবং অমুসলিমদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়েও প্রশ্ন উঠছে" তার পরেও মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে"। 



  • Apr 14, 2025 15:21 IST

    West Bengal News Live:মুর্শিদাবাদে আধাসেনার টহল

    ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তেজনার আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের দিকে-দিকে। ধুলিয়ান থেকে শুরু করে সুতি, সামশেরগঞ্জের মতো একের পর এক এলাকায় তুমুল অশান্তি ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে উপদ্রুত এলাকায় কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই মতো মুর্শিদাবাদের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে রয়েছে আধাসেনা। দিকে দিকে চলছে টহলদারি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুটমার্চ রাজ্য পুলিশেরও।

    বিস্তারিত পড়ুন- Murshidabad Violence: আধাসেনা নামতেই 'ঠান্ডা' মুর্শিদাবাদ! ঘরছাড়াদের ফেরানোই চ্যালেঞ্জ, থানায়-থানায় শান্তি বৈঠক



  • Advertisment
  • Apr 14, 2025 14:52 IST

    West Bengal News Live:কান্দিতেও বিক্ষোভ

    ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি নিয়ে ফের অশান্তির বাতাবরণ মুর্শিদাবাদে। জঙ্গিপুর মহকুমার পর এবার কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকায় উত্তেজনা ছড়ায়। রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন অনেকে। পুলিশ অবরোধ তুলতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনাস্থলে কান্দি মহকুমার পুলিশ আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী।



  • Apr 14, 2025 14:13 IST

    West Bengal News Live:হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের দিকে-দিকে শোক-ভয়ের আবহ

    “আক্রমণ শুরু হওয়ার পরও আমরা পুলিশকে ফোন করতে থাকি। কেউ সাড়া দেয়নি। আমার স্বামী এবং শ্বশুরকে কুপিয়ে হত্যা করার পরেও, মৃতদেহগুলি তিন ঘন্টা ধরে আমাদের বাড়ির কাছে পড়ে ছিল,” বছর ছয়েকের একরত্তি মেয়েকে কোলে নিয়ে একথাই বলেন ৩২ বছরের পিঙ্কি দাস।
    পিঙ্কি ঠিকমতো কথাই বলে উঠতে পারছিলেন না, মাঝেমধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। শুক্রবার, মুর্শিদাবাদে নতুন ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার সময়, উন্মত্ত জনতা তাঁর স্বামী চন্দন দাস (৪০) এবং তাঁর শ্বশুর হরগোবিন্দ দাস (৭০) কে কুপিয়ে খুন করে।

    বিস্তারিত পড়ুন-Protests against Waqf law: ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ, হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের দিকে-দিকে শোক-ভয়ের আবহ



  • Apr 14, 2025 13:29 IST

    West Bengal News Live:কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজই। বাংলার নতুন বছর শুরুর আগের দিনই কলকাতার কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) উদ্বোধন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সোমবার সন্ধ্যেয় কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিশেষ দিনেই কালীঘাট মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বিশেষ এই অনুষ্ঠানে কলকাতার মেয়র তথা রাজ্যের মধ্যে ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন।



  • Apr 14, 2025 12:57 IST

    West Bengal News Live:আক্রান্ত হিন্দুদের পাশে BJP

    মুর্শিদাবাদে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে এবার অভিনব তৎপরতা বিজেপির। গেরুয়া দলের মালদা জেলা কার্যালয়ে কন্ট্রোলরুম খোলা হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই তথ্য জানিয়েছেন।



  • Apr 14, 2025 12:54 IST

    West Bengal News Live:আধাসেনা নামতেই 'ঠান্ডা' মুর্শিদাবাদ!

    ওয়াকক সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে মুর্শিদাবাদে। জঙ্গিপুর থেকে শুরু হওয়া অশান্তি ক্রমেই ছড়িয়ে পড়ে সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ানের মতো এলাকায়। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। উচ্চ আদালতের নির্দেশ পেয়েই পুরোদমে কাজ শুরু সেন্ট্রাল ফোর্সের। আধাসেনাকে সব রকম সহযোগিতা রাজ্য পুলিশেরও।

    বিস্তারিত পড়ুন- Murshidabad Violence: আধাসেনা নামতেই 'ঠান্ডা' মুর্শিদাবাদ! ঘরছাড়াদের ফেরানোই চ্যালেঞ্জ, থানায়-থানায় শান্তি বৈঠক



  • Apr 14, 2025 12:08 IST

    West Bengal News Live:ওয়াকফ আইনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ ভাঙড়ে

    ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়েও তুমুল বিক্ষোভ। বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের মিছিল আটকালে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিক্ষোভকারীদের। বাসন্তী হাইওয়েতে আটকে প্রচুর গাড়ি। চূড়ান্ত উত্তেজনা এলাকায়। বিশাল পুলিশবাহিনী এগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। 



  • Apr 14, 2025 11:42 IST

    West Bengal News Live:'যোগ্য' চাকরিহারাদের নামের তালিকা দিল SSC

    সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। যোগ্য এবং অযোগ্যদের নাম আলাদা করার দাবিতে অনড় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। জানা গিয়েছে, এবার 'যোগ্য' চাকরিহারাদের নামের তালিকা স্কুল শিক্ষা দফতরকে ইমেইল করে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি (SSC)।



  • Apr 14, 2025 10:37 IST

    West Bengal News Live:কলকাতা মেট্রোয় 'স্বর্ণালী ইতিহাস'!

    ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’ (Metro Ride Kolkata) তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে আরেকটি মাইলফলক স্পর্শ করেছে! এখনও পর্যন্ত ১০.৯৫ লক্ষেরও বেশি অ্যান্ড্রয়েড এবং ৬৪০০০ এরও বেশি iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন।

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় এ এক 'স্বর্ণালী ইতিহাস'! ফাটাফাটি বন্দোবস্তে আপ্লুত যাত্রীরা



  • Apr 14, 2025 10:06 IST

    West Bengal News Live:মুর্শিদাবাদ-কাণ্ডে বিস্ফোরক দিলীপ

    ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যের একাধিক জেলায় ছড়িয়েছে প্রতিবাদের আগুন। বিশেষ করে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ওয়াকফ আইন (waqf amendment act) ইস্যুতে প্রতিবাদের নামে সাম্প্রদায়িক সংঘর্ষের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এবার ভয়ঙ্কর অভিযোগ তুললেন BJP নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে মন্দির ভাঙছে-অত্যাচার চালাচ্ছে', মুর্শিদাবাদ-কাণ্ডে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন BJP সাংসদের। 

    বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'বাংলাদেশ থেকে জঙ্গিরা ঢুকে মন্দির ভাঙছে, অত্যাচার করছে', মুর্শিদাবাদ-কাণ্ডে বিস্ফোরক দিলীপ



  • Apr 14, 2025 09:19 IST

    West Bengal News Live:হাতেনাতে ধরা পড়ল ২ 'চোর'

    চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই 'চোর'। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পিয়ালী দলুই পাড়া এলাকায়। রাতে এলাকায় ফল চুরি বন্ধ করতে নজরদারি চালানো হচ্ছিল। তখনই গ্রামে পাহারায় থাকা ব্যক্তিদের সামনে পড়ে যায় দুই 'চোর'। তাদের আচরণ সন্দেহজনক থাকায় জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয়রা। জোরাজুরিতে তারা চুরির কথা স্বীকার করে নেয়। গ্রামেরই একটি বাড়ি থেকে তারা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে পালাচ্ছিল। পরে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 



  • Apr 14, 2025 09:12 IST

    West Bengal News Live: ঝড়-জলের সম্ভাবনা!

    দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের দাপটও দেখা যাবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:সপ্তাহের শুরুতেই ঝড়-জলের সম্ভাবনা! মুষলধারে বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?



Murshidabad Central Force news of west bengal Bengali News Today news in west bengal Waqf bill