/indian-express-bangla/media/media_files/2025/11/03/top-5-news-of-the-day-2025-11-03-21-26-40.jpg)
পড়ুন দিনের সেরা ৫ নিউজ আপডেটস
Top 5 News Of the Day: আগামীকাল ৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)। তবে, পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত একাধিক রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে-সহ বেশ কয়েকটি বিরোধী দল অভিযোগ তুলেছে যে এই প্রক্রিয়া আসলে ভোটার তালিকা থেকে বিরোধীদের সমর্থকদের নাম মুছে ফেলার উদ্দেশ্যে চালু করেছে কমিশন।
জল্পনা ছিলই। অবশেষে বৈশাখীকে সঙ্গে নিয়ে তৃণমূলে কামব্যাক শোভন চট্টোপাধ্যায়ের। 'রাস্তায় নেমে আন্দোলনের জন্য সামিল হলাম' মন্তব্য শোভনের। পাশাপাশি তিনি বলেন, 'দায়িত্ব পেয়ে কোন ত্রুটি রাখব না। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস'। এরপরই রয়েছে কালীঘাটে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক। এদিন শোভন চট্টোপাধ্যায় দলে ফিরতেই শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা নির্বাচনে তবে কী প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র?
দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় সোমবার সকালে গুলিবিদ্ধ হলেন এক মহিলা। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতী কাছ থেকে গুলি চালায় ওই মহিলার ওপর। গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার। সকাল প্রায় ৬টা ২০ মিনিট নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক শ্রমিকের। মৃতের নাম সামসুদ্দিন মোমিন (৫৩)। তার বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার লক্ষীনগর ২ নম্বর ওয়ার্ডে। শনিবার দিল্লিতে কাজের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে বিশেষ গাড়িতে করে সামসুদ্দিনের মৃতদেহ আনা হয় তার বাড়িতে। অভিযোগ, সামসুদ্দিনের মৃত্যুর পরও ঠিকাদার নুর ইসলাম নাকি তার পরিবারের কাছ থেকে দেহ আনার আগে ১৫ হাজার টাকা দাবি করেন। অভিযোগ, টাকা না দিলে মৃতদেহ পাঠানো হবে না—এমন হুমকিও দেওয়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে এমন পর্যাপ্ত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা পৃথিবীকে অন্তত ১৫০ বার ধ্বংস করতে সক্ষম। তিনি বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান ক্রমাগত পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক পিছিয়ে পড়েছে। তাই, আমেরিকারও উচিত পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা"।
২০২৫ মহিলা বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিরাট উপহার বিসিসিআইয়ের। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ জেতার পুরস্কার হিসেবে টিম ইন্ডিয়াকে দেওয়া হবে ৫১ কোটি টাকা। উল্লেখযোগ্যভাবে, পুরুষ দলের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও এত বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়নি।
বিসিসিআই-এর সচিব জয় শাহ জানিয়েছেন, “এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।” বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, টিম ইন্ডিয়ার খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ — সকলের জন্যই এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে।বিসিসিআই-এর বক্তব্য অনুযায়ী, এই ঐতিহাসিক সাফল্য ভারতের মহিলা ক্রিকেটকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।
আরও পড়ুন- পারমাণবিক পরীক্ষা চালাবে আমেরিকাও? ট্রাম্পের হুঙ্কারে তোলপাড় বিশ্ব
UGC NET পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর, জেনে নিন যোগ্যতা, আবেদন প্রক্রিয়া
ইউটিউবে ১০০,০০০ ভিউ? জানেন কত টাকা আয়? শুনলে চাকরি ছেড়ে ভিডিও বানাবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us