/indian-express-bangla/media/media_files/2025/11/03/donald-trump-nuclear-tests-statement-npt-treaty-2025-11-03-14-02-43.jpg)
পারমাণবিক পরীক্ষা চালাবে আমেরিকাও? ট্রাম্পের হুঙ্কারে তোলপাড় বিশ্ব
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার কাছে এমন পর্যাপ্ত পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যা পৃথিবীকে অন্তত ১৫০ বার ধ্বংস করতে সক্ষম। তিনি বলেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান ক্রমাগত পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এখন অনেক পিছিয়ে পড়েছে। তাই, আমেরিকারও উচিত পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করা"।
আরও পড়ুন- আগামীকাল থেকে বাংলা সহ ১২ রাজ্যে SIR, জোর প্রতিবাদে বিরাট আন্দোলনের পথে বিরোধী শিবির
ট্রাম্প জানান, “রাশিয়া ভূগর্ভস্থ পরীক্ষা চালায়, চীনও তাই করে, কিন্তু কেউ তা দেখতে পায় না। উত্তর কোরিয়া ও পাকিস্তানও পরীক্ষা চালাচ্ছে। কেবলমাত্র আমেরিকাই পিছিয়ে আছে।” তিনি বলেন, আমেরিকা একটি উন্মুক্ত সমাজ হওয়ায় তাদের প্রতিটি কাজ স্বচ্ছভাবে প্রকাশ্যে আসে। তাঁর মতে, অন্য দেশগুলি যখন নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে, তখন আমেরিকারও পিছিয়ে থাকা উচিত নয়।
আরও পড়ুন-পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাকদায় ইডির বড়সড় অভিযান, আটক ৩
উল্লেখযোগ্যভাবে, ১৯৯২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষা চালায়নি। কিন্তু ট্রাম্প সেই অবস্থান থেকে সরে এসে বলেন, “আমরা পরীক্ষা করব, কারণ অন্যরাও করছে।” তাঁর দাবি, অস্ত্রের নির্ভরযোগ্যতা এবং আধুনিকীকরণ নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা প্রয়োজন, বিশেষত যখন রাশিয়া পোসেইডন আন্ডারওয়াটার ড্রোনের মতো উন্নত পারমাণবিক ব্যবস্থা পরীক্ষা করছে। বর্তমানে যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা হল — রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইস্রায়েল এবং উত্তর কোরিয়া।
আরও পড়ুন-আপনার পরিবারের দাবিহীন টাকা কি ব্যাংকে এখনও পড়ে রয়েছে? জানবেন কীভাবে?
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ১৯৬৮ সালে তৈরি হয় ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ বা এনপিটি (NPT)। ১৯৭০ সালে কার্যকর হওয়া এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা, নিরস্ত্রীকরণে উৎসাহ দেওয়া এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত করা। এনপিটি অনুযায়ী, কেবল পাঁচটি দেশ—মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স—“পারমাণবিক অস্ত্র রাষ্ট্র” হিসেবে স্বীকৃত। তবে ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেনি, কারণ ভারত মনে করে এনপিটি চুক্তি বৈষম্যমূলক এবং বাস্তবসম্মত নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us