/indian-express-bangla/media/media_files/2025/08/30/youtube-income-tips-2025-08-30-14-45-19.jpg)
ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন কীভাবে? জানুন আয়ের সহজ টিপস
আজকালকার দিনে ইউটিউব আর কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি এখন আয়ের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করছেন, এবং তাদের অনেকেই সেই কনটেন্ট থেকেই অর্থ উপার্জন করছেন। কিন্তু প্রায় সবারই মনেই একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইউটিউবে ১ লক্ষ (১,০০,০০০) ভিউ হলে কত টাকা আয় হয়? এই প্রশ্নের উত্তর নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ উপাদানের উপর।
আরও পড়ুন- রাহু-কেতুর দোষ থেকে মিলবে মুক্তি, কাটবে খারাপ প্রভাব, দেব দীপাবলির দিনে করুন এই বিশেষ কাজ
ইউটিউবের আয়ের মূল উৎস হল গুগল অ্যাডসেন্স (Google AdSense), অর্থাৎ বিজ্ঞাপন। যখন কোনও দর্শক আপনার ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন দেখেন বা ক্লিক করেন, তখন সেই বিজ্ঞাপন থেকে আপনি আয় করেন। ইউটিউব এই আয়ের একটি নির্দিষ্ট অংশ স্রষ্টাকে দেয় এবং বাকিটা নিজের কাছে রাখে। সাধারণত, মোট বিজ্ঞাপন আয়ের প্রায় ৫৫ শতাংশ ইউটিউবারের কাছে যায়, আর ৪৫ শতাংশ ইউটিউব রাখে নিজের জন্য।
ইউটিউবে আয়ের হিসাব বুঝতে গেলে দুটি শব্দ জানা জরুরি—CPM (Cost Per Mille) এবং RPM (Revenue Per Mille)। CPM বোঝায়, প্রতি ১,০০০ ভিউয়ের জন্য বিজ্ঞাপনদাতা কত টাকা প্রদান করছেন। অন্যদিকে, RPM বোঝায় আপনি প্রতি ১,০০০ ভিউ থেকে আসলে কত টাকা পাচ্ছেন। উদাহরণস্বরূপ, যদি কোনও ভিডিওর CPM ২০০ টাকা হয়, তবে ইউটিউবার সাধারণত প্রতি ১,০০০ ভিউয়ে ১০০ থেকে ১২০ পর্যন্ত আয় করতে পারেন।
আরও পড়ুন- জলের দরে পাচ্ছেন ল্যাপটপ! মিলবে চোখ কপালে তোলা ফিচার
তাহলে, ১ লক্ষ ভিউতে একজন কত আয় করেন? এর সঠিক উত্তর এক নয়, কারণ এটি নির্ভর করে—ভিডিওর বিষয়বস্তু কী (প্রযুক্তি, শিক্ষা, বিনোদন ইত্যাদি), কোন দেশ থেকে দর্শকরা ভিডিওটি দেখছেন (ভারতের CPM তুলনামূলক কম, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশি), এবং ভিডিওতে কতবার বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে তার উপর।
ভারতের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, হিন্দি বা আঞ্চলিক ভাষায় তৈরি ভিডিওর প্রতি ১ লক্ষ ভিউয়ে ইউটিউবাররা ৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। কিন্তু যদি ভিডিও ইংরেজিতে হয় এবং আন্তর্জাতিক দর্শক সেই ভিডিও দেখেন, তাহলে একই ভিউয়ে আয় ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
আরও পড়ুন- আপনার পরিবারের দাবিহীন টাকা কি ব্যাংকে এখনও পড়ে রয়েছে? জানবেন কীভাবে?
ইউটিউব আয় বাড়ানোর কিছু বুদ্ধিমত্তাপূর্ণ উপায়ও রয়েছে। যেমন—ভিডিওর মান ও ওয়াচ টাইম বাড়ানো, প্রযুক্তি, ফাইন্যান্স বা শিক্ষা মতো হাই-সিপিএম (High CPM) বিষয়ের উপর ফোকাস করা, এবং চ্যানেলে স্পনসরশিপ বা অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করা। এই কৌশলগুলি ইউটিউবারদের আয় বহুগুণ বাড়াতে সাহায্য করতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us