Advertisment

Howrah Incident: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদের একাংশ, ঘুমের মধ্যেই মৃত্যু চার জনের, মর্মান্তিক ঘটনায় বুক কেঁপে উঠবে

Howrah Roof Collapsed: পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ল ছাদ। মৃত্যু হয়েছে চার শ্রমিকের। এই ঘটনায় মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার ঘুসুড়িতে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
warehouse roof collapse

পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ল ছাদ।

Howrah Roof Collapsed: পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় মাথায় ভেঙে পড়ল ছাদ। মৃত্যু হয়েছে চার শ্রমিকের। এই ঘটনায় মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে হাওড়ার  ঘুসুড়িতে। পুলিশ ও দমকল এসে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করে চার শ্রমিকের নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন ভোলা যাদব,  রাজু মাহাতো, মুকেশ রাম এবং পিন্টু রাম।

Advertisment

দোরগোড়ায় শারদোৎসব, তার আগে DVC-র ছাড়া জলে 'বানভাসি' গ্রামের পর গ্রাম

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, ভোর পাঁচটা নাগাদ আচমকাই গুদামের ছাদ ভেঙে পড়ে। সেই সময় গুদামের ভিতর ঘুমাচ্ছিলেন মোট ৯ শ্রমিক। তাঁদের মধ্যে ৫ জন কোনমতে প্রাণে বাঁচলেও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। পুলিশ খবর পেয়ে অতি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে।

সন্দীপ ঘনিষ্ঠ অভীক প্রায়ই যেতেন মালদা মেডিক্যালে! কারণ জানতে তুমুল বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের

এদিকে সাতসকালেই হুড়মুড়িয়ে ছাদ ভেঙে পড়ার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন গুদামের ছাদের একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পাশাপাশি দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরেও খবর দেওয়া হলে তারা এসে ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের দেহ উদ্ধার করে। ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।  

accident Howrah
Advertisment