/indian-express-bangla/media/media_files/2025/09/04/mamata-ba-2025-09-04-16-26-02.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের অন্যান্য ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় পর্যটনেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। কলকাতায় দুর্গাঙ্গন তৈরি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে সেখানকার ধর্মীয় স্থানগুলির সংস্কারের জন্যও তৎপরতার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জলপাইগুড়ির মা ভবানী, দেবী চৌধুরানী মন্দিরের সংস্কারের জন্য ইতিমধ্যে টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে। জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির কর্তৃপক্ষের যা যা দাবি ছিল সেই সব দাবিগুলো পূরণ করতে সর্বোতভাবে তৎপরতা নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন- SIR-এ পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডকেও অন্তর্ভুক্ত করা হোক, নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের
মুখ্যমন্ত্রী জানিয়েছেন দেবী চৌধুরানী মন্দির এবং মা ভবানী মন্দিরের উন্নয়নে যা যা দরকার সরকার তার সমস্ত কাজ করছে। মন্দির দুটি সংস্কারের জন্য সেখানকার কর্তৃপক্ষ যেসব দাবিগুলি জানিয়েছিল তাও পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- Trafficking racket:খাস কলকাতায় বিরাট নারী পাচার চক্রের হদিশ, ৯ নাবালিকা উদ্ধার, কারা গ্রেফতার জানেন?
ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের স্কাইওয়াক তৈরি হয়েছে। উত্তরবঙ্গের আরও কিছু মন্দির সংস্কারের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের কাজের পাশাপাশি ধর্মীয় স্থানগুলির উন্নয়নেও বাড়তি নজর রয়েছে রাজ্য সরকারের।