কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার এবং পর্ষদ। স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত 'অযোগ্য'রা আবেদন করতে পারবেন না। গতকাল এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং পর্ষদ।
সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত 'অযোগ্য'রা এসএসসির নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার এবং পর্ষদ।
সুপ্রিম কোর্টের নির্দেশে, ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল হয়েছে। চাকরি গিয়েছে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। গত মে মাসের শেষে শেষমেশ নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। ওই বিজ্ঞপ্তিতে প্রায় ৪৪ হাজার শূন্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের বক্তব্য, অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশ ছাড়া এসএসসির নয়া নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করেনি হাইকোর্ট।
আরও পড়ুন- Calcutta High Court: SSC-এর নয়া নিয়োগে অতিরিক্ত ১০ নম্বর কেন? ডিভিশন বেঞ্চে দায়ের মামলা
এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তারা। বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, এসএসসির গোটা নিয়োগ প্রক্রিয়াটাই বেআইনি। নিয়োগ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ১০ নম্বরের বিষয়টি অবিলম্বে বাদ দেওয়ার দাবি তুলেছেন তারা। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে দেওয়া বয়সের ছাড়ের বিষয়টিও বাতিলের দাবিতে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। চলতি সপ্তাহে তাদের সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- West Bengal News live updates:কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুকের সাংসদের ব্যাপারে বিস্তারিত জানালেন সুকান্ত মজুমদার