wb govt decided to build tribal building in Jhargram and Kalimpong: আদিবাসী সমাজ থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজনদের উন্নয়নে একাধিক সব প্রকল্প হাতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। এবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও উত্তরবঙ্গের কালিম্পঙে আদিবাসী ভবন গড়ে তোলার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পাহাড়ের আদলে ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলের পর্যটন কেন্দ্রগুলিতে স্থানীয়দের দিয়ে হোম-স্টে পরিচালনাতেও জোরদার তৎপরতা নিয়েছে রাজ্য সরকার।
গত কয়েক বছরে পর্যটনের উন্নয়নে একাধিক সব পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। এবার উত্তরবঙ্গের কালিম্পং (Kalimpong) এবং জঙ্গলমহলের ঝাড়গ্রামে আদিবাসী ভবন তৈরি করা সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এমনই খবর সূত্রের। উত্তরবঙ্গের পাহাড়-ডুয়ার্সের আদলে জঙ্গলমহলের ঝাড়গ্রাম সহ বেশ কিছু পর্যটন কেন্দ্রে হোম স্টের সংখ্যা বাড়ানো নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এখন এই সব এলাকার হোমস্টেগুলির বেশিরভাগই বাইরের লোকজন পরিচালনা করে থাকেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের বিশেষ উন্নয়ন হয় না। টুকটাক ওই সব হোম স্টেগুলিতে দেখাশোনা করা কিংবা অন্যান্য কাজ মেলে এলাকার বাসিন্দাদের।
এবার যাতে জঙ্গলমহলের স্থানীয় বাসিন্দারা হোম স্টে পরিচালনার সুযোগ পান সে ব্যাপারে আর্থিক সাহায্য থেকে শুরু করে সরকারিস্তরে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক হয়। সেই বৈঠকে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের মন্ত্রী, বিধায়করা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুযোগ যাতে আদিবাসী সমাজ থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন পায় সে ব্যাপারে বাড়তি উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-বিধায়কদের।
আরও পড়ুন- River Erosion: আচমকা ভাঙন গঙ্গার পাড়ে, চোখের নিমেষে নদীগর্ভে পরপর দোকান-বাড়ি!
তবে শুধু জঙ্গলমহলই নয়, সুন্দরবন (Sundarbans) এলাকাতেও স্থানীয় বাসিন্দারা যদি হোমস্টে (Homestay) পরিষেবা চালু করতে চান সে ব্যাপারেও তৎপরতা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। নবান্নে এবিষয়ে গুরুত্বপূর্ণ সেই বৈঠকে আদিবাসী সমাজ থেকে উঠে আসা মন্ত্রী বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, সন্ধ্যা রানী টুডু, বুলুচিক বড়াইকেরা উপস্থিত ছিলেন। আদিবাসী এলাকাগুলিতে গিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা মন্ত্রী-বিধায়কদের শুনতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁরা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Eastern Railway: মসৃণ পরিষেবায় দুরন্ত তৎপরতা রেলের, যাত্রী স্বার্থে এবার আরও কঠিন পদক্ষেপ