wb govt has entrusted the responsibility of monitoring the Banglar Bari project to the BDOs:এর আগে কেন্দ্রের আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাই বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্প রূপায়নে দুর্নীতি রুখতে আগাগোড়া সচেষ্ট রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্প রূপায়নের ক্ষেত্রে পঞ্চায়েতের কর্তাদের সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজে কোনওভাবেই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপ প্রধান, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত অফিসের কোনও আধিকারিক হস্তক্ষেপ করতে পারবেন না।
রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলি থেকেই আবাস দুর্নীতি নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। বাংলার বাড়ি প্রকল্পে তাই প্রথম থেকেই দুর্নীতি রুখতে সচেষ্ট রাজ্য সরকার। পঞ্চায়েত কর্তাদের বদলে বাংলার বাড়ি প্রকল্পের গোটা দায়িত্বটাই তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বিডিও-দের হাতে। পুরো প্রক্রিয়ার উপর নিয়মিতভাবে নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এলাকার বিডিওদের। কাজ শেষ করারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বাংলার বিভিন্ন গ্রাম থেকে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল বাড়ি না করেও সরকারের দেওয়া টাকা আত্মসাৎ করে নিয়েছেন অনেকে। বহু ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান থেকে শুরু করে সদস্য ও অন্যান্য আধিকারিকদে বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন- West Bengal News Live: কাঁটাতার লাগানো নিয়ে ফের উত্তেজনা বাংলাদেশ সীমান্তে, BGB-র বাধায় থমকে কাজ
অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি রুখতে জোরদার তৎপরতা নিয়েছে নবান্ন (Nabanna)। পঞ্চায়েতের কোনও কর্তাকেই বাংলার বাড়ি প্রকল্পে নাক গলাতে দেওয়া হচ্ছে না। এই প্রকল্পের সুবিধা কে পাবেন, কীভাবে পাবেন, কত দিনের মধ্যে বাড়ি তৈরি হবে এই সব ব্যবস্থার তদারকির দায়িত্ব এবার বিডিও-দের।