Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি রুখতে বদ্ধপরিকর রাজ্য, বিরাট পদক্ষেপ নবান্নের

Banglar Bari: কেন্দ্রের আবাস যোজনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির বিস্তর অভিযোগ সামনে এসেছিল। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার জোরদার তৎপরতা নবান্নের।

Banglar Bari: কেন্দ্রের আবাস যোজনায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির বিস্তর অভিযোগ সামনে এসেছিল। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার জোরদার তৎপরতা নবান্নের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news live updates,  Kolkata news 25 October 2025,  West Bengal breaking news today  ,SSKM Hospital incident  ,Uluberia Medical College news , Mamata Banerjee meeting Nabanna,  Suvendu Adhikari news,  Bay of Bengal low pressure,  Cyclone alert West Bengal,  South Bengal rain forecast,  Alipore Meteorological Department,  West Bengal administration news  ,Kolkata weather update  ,Chhath Puja rain alert,পশ্চিমবঙ্গের খবর লাইভ আপডেট  ,কলকাতা সংবাদ ২৫ অক্টোবর ২০২৫,  এসএসকেএম উলুবেড়িয়া মেডিকেল কলেজ ঘটনা,  নবান্নে জরুরি বৈঠক,  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ,শুভেন্দু অধিকারী সংবাদ,  বঙ্গোপসাগরে নিম্নচাপ  ,ঘূর্ণিঝড়ের সতর্কতা  ,দক্ষিণবঙ্গে বৃষ্টি,  আলিপুর আবহাওয়া দফতর  ,কলকাতার আবহাওয়া  ,পশ্চিমবঙ্গ প্রশাসন খবর,  ছটপুজোয় বৃষ্টি সম্ভাবনা,  রাজ্য রাজনীতি আপডেট

Nabanna: নবান্ন।

wb govt has entrusted the responsibility of monitoring the Banglar Bari project to the BDOs:এর আগে কেন্দ্রের আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাই বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্প রূপায়নে দুর্নীতি রুখতে আগাগোড়া সচেষ্ট রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্প রূপায়নের ক্ষেত্রে পঞ্চায়েতের কর্তাদের সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজে কোনওভাবেই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপ প্রধান, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত অফিসের কোনও আধিকারিক হস্তক্ষেপ করতে পারবেন না।

Advertisment

রাজ্যের পঞ্চায়েত এলাকাগুলি থেকেই আবাস দুর্নীতি নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। বাংলার বাড়ি প্রকল্পে তাই প্রথম থেকেই দুর্নীতি রুখতে সচেষ্ট রাজ্য সরকার। পঞ্চায়েত কর্তাদের বদলে বাংলার বাড়ি প্রকল্পের গোটা দায়িত্বটাই তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বিডিও-দের হাতে। পুরো প্রক্রিয়ার উপর নিয়মিতভাবে নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এলাকার বিডিওদের। কাজ শেষ করারও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বাংলার বিভিন্ন গ্রাম থেকে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল বাড়ি না করেও সরকারের দেওয়া টাকা আত্মসাৎ করে নিয়েছেন অনেকে। বহু ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান থেকে শুরু করে সদস্য ও অন্যান্য আধিকারিকদে বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: কাঁটাতার লাগানো নিয়ে ফের উত্তেজনা বাংলাদেশ সীমান্তে, BGB-র বাধায় থমকে কাজ

অতীতের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি রুখতে জোরদার তৎপরতা নিয়েছে নবান্ন (Nabanna)। পঞ্চায়েতের কোনও কর্তাকেই বাংলার বাড়ি প্রকল্পে নাক গলাতে দেওয়া হচ্ছে না। এই প্রকল্পের সুবিধা কে পাবেন, কীভাবে পাবেন, কত দিনের মধ্যে বাড়ি তৈরি হবে এই সব ব্যবস্থার তদারকির দায়িত্ব এবার বিডিও-দের।

আরও পড়ুন- Best Places to Visit North Bengal in January: এই শীতে উত্তরবঙ্গে বেড়াতে যাবেন? রইল ফাটাফাটি ৫ ডেস্টিনেশনের হালহদিশ

Banglar Bari Bangla News news of west bengal news in west bengal Bengali News Today Nabanna