/indian-express-bangla/media/media_files/2024/11/09/PY1sWMqRtKt85iCO6qmW.jpg)
Best Places to Visit North Bengal in January: এই শীতে বেড়িয়ে আসুন উত্তরবঙ্গের এমনই কিছু নজরকাড়া পর্যটন কেন্দ্র থেকে।
Top North Bengal's Tourist Places to Visit in January: পুরোদমে চলছে ফাটাফাটি বেড়ানোর মরশুম। জমাটি এই শীতে উত্তরবঙ্গের তাকলাগানো সব পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঠাসা ভিড়। মন্ত্রমুগ্ধকর এই আবহাওয়ায় এবার আপনিও দারুণ মেজাজে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের তাকলাগানো সব পর্যটন কেন্দ্র থেকে। তবে ইদানিং ভিড়ভাট্টা অনেকেই পছন্দ করেন না। তাই দিন কয়েকের অবসর নিয়ে যাঁরা নিভৃতে-নিরালায় কাটাতে দারুণ আগ্রহী তাঁদের জন্যই বিশেষ এই প্রতিবেদন। উত্তরবঙ্গের অফবিট এই ৫টি পর্যটনকেন্দ্র ঘুরে আসতেই পারেন। মন্ত্রমুগ্ধকর এক অভিজ্ঞতা হবেই হবে।
তিনচুলে
উত্তরবঙ্গের কোলাহলমুক্ত এই প্রান্ত ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। দার্জিলিংয়ের দারুণ এই জায়গাটি পশ্চিমবঙ্গের সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠছে গত কয়েক বছরে। এখানকার নৈস্বর্গিক প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবে। তিস্তা পাড়ের সবুজে সবুজ এই পাহাড়ি এলাকা আপনার মনকে মুহূর্তে করে তুলবে সতেজ।
লাভা
কালিম্পঙের অপরূপ এই জায়গার অনিন্দ্যসুন্দর শোভা লেখনির মাধ্যমে প্রকাশ করা বেশ কঠিন। ভূপৃষ্ঠ থেকে ২১৩৮ মিটার উচ্চতায় অবস্থিত লাভা বাংলার সেরা পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। ভরা শীতে এখানে কাটানো দিন কয়েকের অবসর বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা হয়ে রয়ে যাবে।
মিমবস্তি
অপরূপ সৌন্দর্য্যে ঘেরা উত্তরবঙ্গের আরও এক ছোট্ট পাহাড়ি গ্রাম মিমবস্তি। এতল্লাট দার্জিলিংয়ের ফাটাফাটি কয়েকটি অফবিট ডেস্টিনেশনের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে পর্যটকদের কাছে। শিলিগুড়ি শহর থেকে এই এলাকার দূরত্ব মেরেকেটে ৭৫ কিলোমিটারের মতো। এখানকার বিস্তৃত চা বাগানের দারুণ শোভা এবং দূরে তাকালেই সুন্দরী কাঞ্চনজঙ্ঘা ছোঁয়ার হাতছানি ভ্রমণপিপাসুদের মনকে নাড়া দিয়ে যায়।
মিসনতার
কালিম্পঙের ছোট্ট একটি গ্রাম মিসনতার। মূলত এই গ্রামে লেপচা সম্প্রদায়ের বাস। ছোট্ট পাহাড়ি গ্রামের বুক চিরে বয়ে যায় খরস্রোতা নদী। পাহাড়ি গ্রামের ভুবনভোলানো সৌন্দর্য্য দেখলে মুগ্ধ না হয়ে পারবেন না। শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি থেকে এই এলাকার দূরত্ব মেরে কেটে ৮৫ কিলোমিটারের মতো।
আরও পড়ুন- West Bengal News Live: আরও কোণঠাসা আরাবুল, সাসপেন্ডেড 'তাজা নেতা'র নামে খুনের চেষ্টার মামলা
খারকাগাও
ভিড়ভাট্টা এড়িয়ে দিন কয়েক নিভৃতে-নিরালায় কাটাতে হলে উত্তরবঙ্গের এই এলাকা একেবারে পারফেক্ট চয়েজ। পাহাড় কোলে ঘুমিয়ে থাকা ছোট্ট গ্রাম খারকাগাও। এই গ্রামের নিস্তব্ধতা ও অপরূপ সৌন্দর্য্য দেখে মোহিত না হয়ে পারবেন না। তাই নিরিবিলিতে দিন কয়েকের অবসর দারুণ উপভোগ করতে হলে কাটিয়ে আসতে পারেন এই খারকাগাও থেকে।
জামুনি
উত্তরবঙ্গের আরও একটি ফাটাফাটি অফবিট ডেস্টিনেশনের নাম জামুনি। গোটা গ্রাম সবুজ চা বাগানে ঘেরা। গুটি কয়েক লেপচা এবং গুরুং পরিবারের বাস এই ছোট্ট গ্রামে। গোটা গ্রাম জুড়ে রয়েছে নাম না জানা বিভিন্ন রংবেরঙের ফুল আর অর্কিড। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে পাহাড়ি এই প্রান্তকে।