WB Govt is eager to bring back the Indian fishermen stuck in Bangladesh: শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গিয়েছে, গত প্রায় দু'মাস আগে কাকদ্বীপের ৬টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, ওই ট্রলারগুলি বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিল। এরপরই ওই ৬টি ট্রলারের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলে রাখা হয়।
এদিকে, গত দু'মাস ধরে ওই মৎস্যজীবীরা পড়শি দেশের জেলে বন্দি থাকায় এপার বাংলায় তাঁদের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে অসহায় মৎস্যজীবীদের পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়ে ওঠেন।
কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাকে ফোন করা হয়। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ-খবর নেন।
আরও পড়ুন- Wonder Kid: প্রখর বুদ্ধিমত্তা, অভাবনীয় স্মৃতিশক্তিতে তাকলাগানো সম্মান মুঠোয়, একরত্তির অকল্পনীয় কীর্তি জানলে তাজ্জব হবেন!
আরও পড়ুন- Offbeat Destinations:নিরিবিলি সমুদ্রপাড়ের অপরূপ শোভার প্রেমে পড়বেনই! কলকাতার কাছেই এপ্রান্ত এক কথায় অসাধারণ
এ বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা বলেন, "মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল। অসহায় মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয়। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। অপরদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মৎস্যজীবীরা কবে ঘরে ফিরবেন এখন সেই দিকেই তাকিয়ে রয়েছি। আমরা সবাই খুব খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।"
আরও পড়ুন- West Bengal News Live: মোবাইল নিয়ে ঢোকা যাবে না তারাপীঠ মন্দিরে, মঙ্গলবার থেকে নয়া নিয়ম চালু