শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত মুখ পুড়ল রাজ্য সরকারের। শীর্ষ আদালত রাজ্যের আবেদন কানেই তুলল না। আসানসোলে কম্বল বিলির ঘটনায় মর্মান্তিক পরিণতির জন্য বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য পুলিশ। তবে কলকাতা হাইকোর্ট এব্যাপারে শুভেন্দু অধিকারীকে আইনি রক্ষাকবচ দিয়েচে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে না পুলিশ। সেই কারণেই সুপ্রিম কোর্টেও এদিন রাজ্যের আর্জি খারিজ হয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে এ দিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে নবান্ন।
আসানসোলে বুধবার বিজেপির তরফে দুঃস্থদের কম্বল বিলির কর্মসূচি নেওয়া হয়েছিল। আসানসোলের সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে শুভেন্দুর দাবি তিনি সভা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সেখানে কম্বল বিলির কর্মসূচি শুরু হয়। সেখানে কম্বল নিতে এসে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
আরও পড়ুন- জট যেন আরও পাকছে! মেডিক্যাল কলেজে এবার অনশনে অভিভাবকরাও
তারই জেরে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এখনও আট জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আসানসোলের সেই ঘটনায় শুভেন্দু অধিকারীকেই দায়ী বলে মনে করে পুলিশ। সেই কারণেই বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় প্রশাসন।
তবে এক্ষেত্রে বিরোধী দলনেতার কাছে আগে থেকেই হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। তারই জেরে সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন করে রাজ্য। তবে এদিন রাজ্যের সেই আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। উল্টে রাজ্য সরকারকে শুভেন্দুর বিরুদ্ধে তৎপরতা নিতে গেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- দুই নেতার দ্বন্দ্ব চরমে, শুভেন্দুর সভায় মর্মান্তিক-কাণ্ড নিয়ে বিস্ফোরক দিলীপ
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীকে আইনি রক্ষাকবচ দিয়েছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে থাকা সব এফআইআর খারিজেরও নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।
আরও পড়ুন- হবে ইন্টার লকিংয়ের কাজ, ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগ কোন রুটের যাত্রীদের?