/indian-express-bangla/media/media_files/2025/08/27/bus-2025-08-27-14-58-14.jpg)
Puja shopping special buses: পুজো শপিং স্পেশাল বাস চালাবে রাজ্য।
দুর্গাপুজোর মুখে এবার বড়সড় ঘোষণা করে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন অনেকে। পুজোর কেনাকাটার ভিড় কলকাতায় শুরু হয়ে গিয়েছে। তাই সেই ভিড় সামাল দিতে এবার শহর কলকাতায় অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
সামনের মাসেই দুর্গাপুজো। সেপ্টেম্বর মাস পরলেই দুর্গাপুজোর কেনাকাটা পুরোদমে শুরু হয়ে যাবে। পুজোর কেনাকাটা করতে প্রতিবারের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা শহরে ভিড় জমাবেন অনেকে। এবারও তার অন্যথা হবে না।
আরও পড়ুন- Calcutta High Court:দুর্গাপুজোর অনুদান সবাইকে নয়, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
দুর্গাপুজোর সময় কেনাকাটায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য এবার পুজো শপিং স্পেশাল বাস চালু করছে রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে, মূলত হাওড়া এবং শিয়ালদহ থেকেই এই বাস চলবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকেই এই বাস চলাচল শুরু করবে।
জানা গিয়েছে প্রথমে ২৫টি বাস চললেও পরে চাহিদা অনুযায়ী সেই বাসের সংখ্যা বাড়ানো হবে। আরও জানা গিয়েছে, পুজো শপিং বাস চালানোর পাশাপাশি দুর্গাপুজোর কয়েকটা দিন দিনে-রাতে অতিরিক্ত বাস চালানো হবে।