SSC Recruitment Case:'আসল রোগ SSC অফিসেই, এরা চাইলেই সব সম্ভব', চাকরি ফেরানোর দাবিতে রাতভর ধরনা

WB SSC Recruitment Scam Case: শহর থেকে জেলা, ফি দিন চাকরিহারাদের বিক্ষোভে দিকে-দিকে অশান্তি চলছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

WB SSC Recruitment Scam Case: শহর থেকে জেলা, ফি দিন চাকরিহারাদের বিক্ষোভে দিকে-দিকে অশান্তি চলছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
wb SSC Recruitment Case Dharna movement of jobless people,এসএসসি মামলার রায়দান, এসএসসি চাকরিহারাদের ধরনা

WB SSC Recruitment Scam Case: চাকরিহারাদের ধরনা কর্মসূচি।

SSC Verdict News: চাকরি ফেরানো না পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। গতকাল রাতভর সল্টলেকের SSC ভবনের সামনে ধরনা কর্মসূচি চালিয়ে গিয়েছেন চাকরিহারারা। তাদের একটাই বক্তব্য, "আসল রোগ এই এসএসসি অফিসেই, এরা চাইলেই সব সম্ভব!"

Advertisment

সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি চাকরি হারাদের পাশে সর্বোতভাবে রয়েছেন। সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হবে রাজ্যের তরফে। ইতিমধ্যে শীর্ষ আদালতের সেই রায়ের ব্যাখ্যাও চেয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এমনকী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সরকারের ওপর ভরসা রাখতে বলছেন। 

তবে তাতেও বিন্দুমাত্র স্বস্তিতে নেই চাকরিহারারা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে গতকাল রাত থেকে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা অবস্থান আন্দোলন চালাচ্ছেন। এসএসসি ভবনের বাইরে গতকাল রাতেই ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট।

আরও পড়ুন- West Bengal News Live:পুলিশের ভূমিকায় ক্ষোভের আগুন! আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে কলকাতায় আজ মহামিছিল চাকরিহারাদের

Advertisment

আচার্য সদনের আশেপাশের এলাকা কিংবা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কোনও জমায়েত করা যাবে না। পুলিশের সেই নির্দেশিকা দেখার পর এসএসসি ভবনের আরও বেশ কয়েকটি বিল্ডিংয়ের অবস্থান আন্দোলন শুরু করেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা।

আরও পড়ুন- SSC Recruitment Case: চাকরি চেয়ে জুটলো পুলিশের লাথি-লাঠি-থাপ্পড়! ববি বললেন, 'মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন'

 আইন মেনেই তারা নির্দিষ্ট দূরত্বে গিয়ে রাতভর অবস্থান বিক্ষোভ করেছেন। গতকাল রাতে ধরনারাতো চাকরিহারাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আবারও চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারারা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হবে সেই মহামিছিল। সেই মহামিছিলে যোগ দেবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

West Bengal News kolkata WB SSC Scam SSC Recruitment Case Verdict