SSC Verdict News: কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তিনিই প্রথম নজিরবিহীন এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর নির্দেশই সুপ্রিম কোর্টও (Supreme Court) বহাল রেখেছে। SSC-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। চাকরি হারিয়েছেন এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। তবে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। আজ তাঁর সঙ্গেই সাক্ষাৎ চাকরিহারাদের।
আজ প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের প্রতিনিধি দলের। ২০১৬ সালের SSC-র প্যানেলভুক্ত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, ভাস্কর ঘোষ, ইন্দ্রজিৎ মণ্ডল, অনিরুদ্ধ ভট্টাচার্য-সহ মোট ১০ জনের প্রতিনিধি দল দেখা করবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়দানের পর চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরিহারাদের স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ একটি কমিটি তৈরিরও আবেদন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন-Supreme Court: মমতা মন্ত্রিসভার তৈরি অতিরিক্ত শূন্যপদ বেআইনি? নজর আজ সুপ্রিম কোর্টে
গতকাল চাকরিহারাদের সঙ্গে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেও চাকরিহারারা বিরোধী দলগুলোকে নিয়ে তাদের বিষয়ে সর্বদল বৈঠক ডাকা উচিত বলে মন্তব্য করেছিলেন।
আরও পড়ুন- West Bengal News Live:মেয়রের সামনেই তুমুল মারামারি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম-কাণ্ড
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে বলেছিলেন, "এই মুহূর্তেই যেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) একটি কমিটি গঠন করেন। আমি যতদূর জানি বা বুঝেছি, যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা ভালো করে পড়াশোনা করে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্ন যাব না। এই যে ছেলেমেয়েগুলোর উপর আজ বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদের উদ্ধার করতেই হবে।"