SSC Recruitment Case: অতিরিক্ত শূন্যপদ তৈরির জের, মমতার মন্ত্রীদের CBI জেরা? কী জানাল সুপ্রিম কোর্ট?

WB SSC Recruitment Scam Case: গত সপ্তাহেই এসএসসি-র মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একসঙ্গে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে।

WB SSC Recruitment Scam Case: গত সপ্তাহেই এসএসসি-র মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একসঙ্গে এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court

SSC Verdict News: সুপ্রিম কোর্ট।

SSC Verdict News:মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরির বিষয়টিতে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার এই সিদ্ধান্তের উপর CBI তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। সাংবিধানিক পদ্ধতিতে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির মতো সিদ্ধান্ত নিতেই পারে, আজ এই সিদ্ধান্তের ওপর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Advertisment

গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ মামলায় বেনজির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। এককথায় ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে ২০২২ সালে প্রায় ৬ হাজার সুপার নিউমেরারি পোস্ট কিংবা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য মন্ত্রিসভা। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই ওই পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন- Dilip Ghosh: 'ভরসার জন্যই দুরবস্থা, মমতা আজ অবধি কোনও কথা রেখেছেন?' ধুয়ে দিলেন দিলীপ

Advertisment

পরবর্তী সময়ে মামলাটি ডিভিশন বেঞ্চে গেলেও অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত যে সঠিক হয়নি তা জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। এমনকী প্রয়োজনে CBI মন্ত্রিসভার সদস্যদেরও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানায় ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- West Bengal News Live:'পাকিস্তানিদের বুটের লাথি খেত, ওটাই ভালো ছিল?, সুদখোর ইউনূসকে তাড়াবই', ফের সোচ্চার হাসিনা

যদিও এরপর সেই মামলাটি সুপ্রিম কোর্টে গেলে তাতে স্থগিতাদেশ পড়ে। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এই সুপার নিউমেরারি পোস্ট নিয়ে রাজ্যকে এদিন বড়সড় স্বস্তি দিয়েছেন।

Bengali News Today news of west bengal SSC Recruitment Case Verdict supreme court