SSC Recruitment Case: 'চাকরিহারাদের নিয়ে ভাঁওতাবাজি মুখ্যমন্ত্রীর', মমতাকে অলআউট আক্রমণে অভিজিৎ

WB SSC Recruitment Scam Case: সুপ্রিম কোর্টের রায় বেরনোর দিনেও চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার চাকরি যাওয়া ইস্যুতে ফের একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় মুখ্যমন্ত্রী।  

WB SSC Recruitment Scam Case: সুপ্রিম কোর্টের রায় বেরনোর দিনেও চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার চাকরি যাওয়া ইস্যুতে ফের একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় মুখ্যমন্ত্রী।  

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Abhijit Ganguly claims that Mamata Banerjee is trying to resign

Abhijit Gangopadhyay & Mamata Banerjee: অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়।

SSC Verdict News:সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দুপুরেই বৈঠক করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বিকেলে SSC দফতরে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নজিরবিহীনভাবে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীকে।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, "রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেননি মুখ্যমন্ত্রী। বাংলাজুড়ে আরও বড় আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের খেলা খেলছেন, ভাঁওতাবাজি করছেন। এটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি ওঁর সৎ বুদ্ধির উদয় হবে। কাল আবার SSC অফিসে যাব।"

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে এই রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর। ২০১৬ সালের SSC-এর পুরো প্যানেলে বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এর আগে এই নির্দেশই দিয়েছিল কলকাতা হাইকোর্টও। তৎকালীন বিচারপতি তথা আজকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই সেই নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন- West Bengal News Live:BJP-র বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কলকাতা উত্তাল

Advertisment

সুপ্রিম কোর্টের রায় বেরোনর দিনেই এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ। সেদিন তিনি বলেছিলেন, "এই মুহূর্তেই যেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) একটি কমিটি গঠন করেন। আমি যতদূর জানি বা বুঝেছি, যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা ভালো করে পড়াশোনা করে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব। আমি কাউকে দোষারোপের প্রশ্ন যাব না। এই যে ছেলেমেয়েগুলোর উপর আজ বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদের উদ্ধার করতেই হবে।"

আরও পড়ুন- Sougata Roy: 'মানসিক ভারসাম্য হারিয়েছেন কল্যাণ', দলের সাংসদকেই যা নয় তাই বললেন সৌগত!

Abhijit Ganguly CM Mamata banerjee WB SSC Scam SSC Recruitment Case Verdict