SSC Verdict:আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিল মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে। সেই রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন এ রাজ্যের যোগ্য অথচ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কলকাতার শহিদ মিনারের পাদদেশে আজ সকাল থেকেই তাঁদের অবস্থান। সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেদিকেই তাকিয়ে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারা। গতকাল সারারাত ঘুম হয়নি তাঁদের। প্রতিক্রিয়ায় এমনই জানালেন চাকরি হারানো এক শিক্ষক প্রতাপ রায়চৌধুরী।
কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে তাঁরও। তবে এবারও মাধ্যমিকের খাতা দেখা যেমন শেষ করেছেন, তেমনই দেখবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতাও। চাকরি হারানো এক শিক্ষক প্রতাপ রায়চৌধুরী ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আজ শহিদা মিনারে আমাদের জমায়েত। কী রায় হয় সেটা দেখি! কাল সারারাত আমরা ঘুমোইনি। কাল থেকে আমরা দারুণ উদ্বেগে রয়েছি। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দেবে। এতো কলকাতা হাইকোর্টের মতো রায় নয়, যে আগে থেকেই জেনে যাচ্ছে বিরোধী দলনেতা আর বোমা ফাটাচ্ছেন...। আমাদের প্রতিনিধি দলের কয়েকজন দিল্লিতে গেছেন। আমি এবার উচ্চ মাধ্যমিকেরও এক্সামিনার হয়েছি। আজ চাকরি থাকবে কী থাকবে না সেটাই জানি না। তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছি। ইতিমধ্যেই মাধ্যমিকের খাতা দেখা শেষ করেছি। উচ্চ মাধ্যমিকের খাতাও দেখব।"
তিনি আরও বলেন, "প্যানেল বাতিলের যে প্রধান বাধাটা ছিল SSC সেটা পরিস্কার করে জানিয়েছিল যে এর মধ্যে আর কোনও দুর্নীতি নেই। এমনকী চারিপ্রার্থীদের নাম, তাঁদের বাবার নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কারা কোন ক্ষেত্রে দুর্নীতি করে চাকরি পেয়েছে তারও তথ্য দেওয়া হয়েছে। আমরা আজ একটা ইতিবাচক রায়েরই আশা করছি। আমাদের বিরুদ্ধে আজ অবধি কেউ কোনও অভিযোগ করেনি। হাইকোর্ট আমাদের চাকরি বাতিল করেছিল, কিন্তু আমাদের ১২ শতাংশ সুদ-সহ টাকা ফেরত দিতে বলেনি। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তাদের টাকা ফেরাতে বলেছিল। কিন্তু যোগ্য হলেও আমাদেরও চাকরি গিয়েছিল।"
আরও পড়ুন- West Bengal News Live:আজ বাংলার ২৬ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ, নজর সুপ্রিম কোর্টে