/indian-express-bangla/media/media_files/2025/05/02/BtjvfrobSjJEV6es1tOG.jpg)
West Bengal Madhyamik Result 2025: মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য পাল।
WB Madhyamik result 2025: মাধ্যমিকে এবারও শহরকে টেক্কা জেলার। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। এবারের মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। দিনে মোটামুটি ১০-১২ ঘণ্টা করে পড়াশোনা করত এই কৃতী পড়ুয়া।
বাঁকুড়ার বিষ্ণপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। এবারের মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্য। তাঁর কথায়, "স্যারেদের কথা শুনে পড়াশোনা চালিয়ে গিয়েছি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। আজ সকাল ৯টায় টিভি দেখে প্রথমে জানতে পারলাম। আমি তো বিশ্বাসই করতে পারিনি। সময় বেঁধে কখনও পড়িনি। মোটামুটি দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করতাম। শিক্ষকরা যেভাবে বলেছেন তেমনই করে গেছি। গান, ছবি আঁকার প্রতি ঝোঁক আছে। পদার্থবিদ্যা ও অঙ্ক আমার প্রিয় বিষয়। বাবা-মায়ের পাশাপাশি আমার এই কৃতিত্বে শিক্ষকদের অবদান অসীম।"
সৌম্যর মতোই মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে মালদার রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস। তাঁরও প্রাপ্ত নম্বর ৬৯৪। পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকাও বিশেষ পছন্দের তাঁর। অভূতপূর্ব এই সাফল্য মুঠোয় পুরে এদিন অভিনব বিশ্বাস বলেন,"গান, ছবি আঁকা পছন্দ করি। আমার পছন্দের বিষয় পদার্থবিদ্যা ও অঙ্ক। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। বাবা-মা ও স্কুলের শিক্ষকদের থেকে দারুণ সাহায্য পেয়েছি। আমিও বাধা ধরা নিয়ম মেনে পড়িনি। যখন ভালো লাগত, তখন পড়তাম। বাবা-মা খুব খুশি। স্কুল থেকেও ফোন পেয়েছি। শিক্ষকরা যা বলেছেন সেগুলি পড়তে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। এবার আরও পরিশ্রম করতে হবে। ইতিমধ্যেই একাদশের পড়াশোনা শুরু হয়ে গেছে।"
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন ছাত্রছাত্রী। রাজ্যের মোট ২৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন- Madhyamik result 2025: মাধ্যমিকে দ্বিতীয় মালদার অনুভব, এবার কী নিয়ে এগোতে চায় কৃতী এই ছাত্র?