WBBSE Madhyamik result 2025: মাধ্যমিকে এবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের! সেরা ১০-এ ক'জন?

WBBSE WB Madhyamik result 2025: প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন পড়ুয়া।

WBBSE WB Madhyamik result 2025: প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধাতালিকার প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন পড়ুয়া।

author-image
Mina Mondal
New Update
WB Madhyamik result 2025, WBBSE Madhyamik result 2025,  wbresults nic in, wbbse wb gov in, WB Madhyamik result 2025 live, WB Madhyamik result news, WB Madhyamik result 2025 direct link, WBBSE WB Madhyamik result, west Bengal madhyamik result,মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

Madhyamik result 2025: মাধ্যমিকে আবারও দুরন্ত ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়াদের।

WB Madhyamik result 2025: মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম ১০-এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ ছাত্র রয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন নরেন্দ্রপুরের দু'জন। চৌধুরী মহম্মদ আসিফ, সোম তীর্থ করণ। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। নরেন্দ্রপুর থেকেই মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা। 

Advertisment

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবরই ভালো রেজাল্ট করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এবারও তার অন্যথা হয়নি। এবারও মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ ছাত্র। মাধ্যমিকে অষ্টম নরেন্দ্রপুরের ছাত্র পুষ্পক রত্নম। তাঁর কথায়,"আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাই। ভালো রেজাল্টের পিছনে পরিবারের সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। আমার ভালো ফলের নেপথ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশেরও একটা আলাদা ভূমিকা রয়েছে।"

মাধ্যমিকে প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তিনি এদিন বলেন, 
"পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। মেডিক্যাল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। চিকিৎসক হতে চাই। তবে আগামী দু'বছর অন্য কোনও লাইনে উৎসাহ তৈরি হলে সেই লক্ষ্যে এগোব। ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসতাম। ভেবেছিলাম। ভেবেছিলাম ভালো রেজাল্ট করব। এক থেকে দশের মধ্যে থাকব, এটা ভেবেছিলাম। তবে রাজ্যে প্রথম হব এটা ভাবিনি। আমার পছন্দের বিষয় বায়োলজি। তবে অন্য বিষয়গুলির প্রতিও ঝোঁক ছিল।"

আরও পড়ুন- Madhyamik result 2025: ইস্পাতকঠিন জেদেই মাধ্যমিকে দুরন্ত বিজয়! চতুর্থ মহম্মদ সেলিমের পছন্দের বই কী জানেন?

Advertisment

 মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় সৌম্য পালের কথায়, "গান, ছবি আঁকা পছন্দ করি। আমার পছন্দের বিষয় পদার্থবিদ্যা ও অঙ্ক। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। বাবা-মা ও স্কুলের শিক্ষকদের থেকে দারুণ সাহায্য পেয়েছি। আমিও বাধা ধরা নিয়ম মেনে পড়িনি। যখন ভালো লাগত, তখন পড়তাম। বাবা-মা খুব খুশি। স্কুল থেকেও ফোন পেয়েছি। শিক্ষকরা যা বলেছেন সেগুলি পড়তে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই। এবার আরও পরিশ্রম করতে হবে। ইতিমধ্যেই একাদশের পড়াশোনা শুরু হয়ে গেছে।"

আরও পড়ুন- Madhyamik result 2025: মাধ্যমিকে দ্বিতীয় মালদার সৌম্য পাল, এবার কী নিয়ে এগোতে চায় কৃতী এই ছাত্র?

আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের আদৃত সরকার, কৃতী পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানেন?

MADHYAMIK Narendrapur Mission Madhyamik 2025 Result