Advertisment

WBJDA: সঞ্জয়ের 'নির্দোষ' দাবি নিয়ে কিঞ্জলের মন্তব্য, রেশ টেনে আক্রমণে জুনিয়র ডাক্তারদের অন্য সংগঠন

WBJDA-WBJDF-: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতা সঞ্জয়ের দাবি ঘিরে কয়েকটি প্রশ্ন তুলেছেন। কিঞ্জলের সেই প্রশ্ন নিয়েই সোচ্চার নবগঠিত জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
wbjda targets junior doctor kinjal nanda: জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের নিশানায় কিঞ্জল নন্দ

WBJDA: নবগঠিত জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের নিশানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ।

WBJDA-WBJDF: এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দকে তীব্র আক্রমণ নবগঠিত জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের (WBJDA)। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের দাবির পরিপ্রেক্ষিতে চিকিৎসক কিঞ্জল নন্দ কিছু প্রশ্ন  তুলেছিলেন। কিঞ্জলের সেই বক্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় সোচ্চার WBJDA। চিকিৎসকদের এই সংগঠনের তরফে অতনু বিশ্বাস পাল্টা কিঞ্জলকে একহাত নিয়ে সোচ্চার হয়েছেন। 

Advertisment

ভিডিওবার্তায় কিঞ্জলদের বিঁধে কী বললেন চিকিৎসক অতনু বিশ্বাস?

"সঞ্জয় রায় সংবাদমাধ্যমে দাবি করেছেন, যে তাঁকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয় রায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতা চিকিৎসক নন্দ প্রশ্ন করেছেন কে ফাঁসাচ্ছে? কাকে ফাঁসাচ্ছে? এবং কেন ফাঁসাচ্ছে? আমরা চিকিৎসক নন্দকে প্রশ্ন করতে চাই তাঁরা তো এতদিন বলে এসেছেন যে মানুষ কার পক্ষে? ধর্ষকের পক্ষে? নাকি নির্যাতিতার পক্ষে? তাহলে আজ কেন ডঃ নন্দ এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্য নেতারা ধর্ষকের সুরে সুর মিলিয়ে কথা বলছেন? নির্যাতিতার বিচারের দাবিতে তিলোত্তমার বাবা-ই তো CBI তদন্ত চেয়েছিলেন। সেই CBI সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এই অবস্থায় চিকিৎসক নন্দ এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্য নেতারা ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলায় আদতে কি তাঁকেই সমর্থন করছেন না?"

চিকিৎসক কিঞ্জল নন্দকে আক্রমণ করে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের নেতা অতনু বিশ্বাস আরও বলেন, "ডক্টর নন্দর কাছ থেকে এটা শুনতে পাওয়া আশ্চর্যের কিছু নয়। কারণ তাঁর শ্বশুর ইতিমধ্যেই রোগী শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত।"

আরও পড়ুন- Tarapith Horror: ভয়ঙ্কর কাণ্ড তারাপীঠে, ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে সহকর্মীর স্ত্রীর সঙ্গে যা করল তিন যুবক...

আরও পড়ুন- Madhyamik Exam 2025 Schedule: ২০২৫-এ মাধ্যমিক শুরু কবে? কোন দিন কী পরীক্ষা? কবে রেজাল্ট আউট?

উল্লেখ্য, শিয়ালদহ আদালত থেকে বেরনোর সময় সংবাদ মাধ্যম ও উপস্থিত সবার সামনে আরজি করে নির্যাতিতার ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত ধৃত সঞ্জয় রায় দাবি করেছেন, তিনি ধর্ষণ করেননি ও খুনও করেননি। তাঁকে ফাঁসানো হচ্ছে। সঞ্জয়ের এই দাবির পরিপ্রেক্ষিতে পরে জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা চিকিৎসক কিঞ্জল নন্দ প্রশ্ন তোলেন, "কে তাঁকে ফাঁসালো? কেন ফাঁসালো? এর উদ্দেশ্য কী?" CBI-এর পুরোটা খোলসা করা উচিত বলেও দাবি করেছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলের সেই বক্তব্যের পরিক্ষেক্ষিতেই এবার তীব্র প্রতিক্রিয়া নবগঠিত জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা অতনু বিশ্বাসের।

আরও পড়ুন- Darjeeling: ভাবতেই পারবেন না! এবার জমে ক্ষীর দার্জিলিং! পর্যটকদের মনোরঞ্জনে অভূতপূর্ব উদ্যোগ

RG Kar Case Junior Doctors cbi
Advertisment