Advertisment

Madhyamik Exam 2025 Schedule: ২০২৫-এ মাধ্যমিক শুরু কবে? কোন দিন কী পরীক্ষা? কবে রেজাল্ট আউট?

Madhyamik Exam 2025 Routine: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়েছিল। আগামী বছর মাধ্যমিক শুরু কবে? পরীক্ষা শেষের কতদিনের মাথায় রেজাল্ট আউট? জেনে নিন ঝটপট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Madhyamik Exam 2025 Routine: ২০২৫ সালের মাধ্যমিকের রুটিন

প্রতীকী ছবি।

Madhyamik Exam 2025 Schedule: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন আগেই প্রকাশিত হয়েছিল। এবার জেনে নিন আগামী বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হবে কবে? ফের একবার জেনে নিন কোন দিন কী পরীক্ষা। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Advertisment

কোন দিন কী পরীক্ষা?

১০ ফেব্রুয়ারি ২০২৫ - বাংলা।

১১ ফেব্রুয়ারি ২০২৫ - ইংরেজি।
১৫ ফেব্রুয়ারি ২০২৫ - অঙ্ক।

১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ইতিহাস।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ভূগোল।

১৯ ফেব্রুয়ারি ২০২৫ - জীবন বিজ্ঞান। 
২০ ফেব্রুয়ারি ২০২৫ - ভৌত বিজ্ঞান।
২২ ফেব্রুয়ারি ২০২৫ - ঐচ্ছিক বিষয়।


আগামী বছর মাধ্যমিকের রেজাল্ট আউট কবে?

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি।আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শেষের তিন মাসের মাথায় রেজাল্ট আউট। আগামী ২৫ মে, ২০২৫ তারিখে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হবে। নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাবে।

আরও পড়ুন- Darjeeling: ভাবতেই পারবেন না! এবার জমে ক্ষীর দার্জিলিং! পর্যটকদের মনোরঞ্জনে অভূতপূর্ব উদ্যোগ

আরও পড়ুন- Travel: ছুঁয়ে দেখুন ইতিহাস! বেড়ানোর ভরা মরশুমে বাংলার অপরূপ এপ্রান্তে ঢুঁ মারুন

উল্লেখ্য এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেশ খানিকটা বেড়েছিল। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ৭.৬৫ লক্ষ পড়ুয়া উত্তীর্ণ হয়েছিলেন। পাশের হারে প্রথমে ছিল কালিম্পং জেলা। পাশের হারে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিল যথাক্রমে পূর্ব মেদিনীপুর ও কলকাতা।

আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীরা আহ্লাদে আটখানা হবেনই! ভাইফোঁটার পরেই মাছের দাম কোথায় নামতে পারে জানেন?

madhyamik exam MADHYAMIK Madhyamik Exam 2025 Routine
Advertisment