Darjeeling: বাঙালির বেড়ানোর তালিকায় একেবারে উপরের দিকেই থাকে পাহাড়ের রানী দার্জিলিঙের (Darjeeling) নাম। এবার শৈল শহর দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত আরও রঙিন। দীর্ঘ সাত বছর পর দার্জিলিঙে চালু হয়ে গেল প্যারা গ্লাইডিং (Paragliding)। স্বাভাবিকভাবেই এই খবর খুশির জোয়ার বয়ে এনেছে ভ্রমণপ্রিয় পর্যটকদের মনে। এমনিতেই বছরভর দার্জিলিঙে ভিড় থাকে পর্যটকদের। তবে এবার পাহাড়নগরীর সফর হবে আরও বেশি রঙিন।
দীর্ঘ সাত বছর পর দার্জিলিঙে চালু হয়েছে প্যারা গ্লাইডিং। বরাবরই পর্যটনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার। সার্বিকভাবে গোটা বাংলায় পর্যটন শিল্পের বিকাশে একগুচ্ছ পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন ঘটেছে গত কয়েক বছরে। সেই পরিকল্পনারই ফসল দার্জিলিঙে বন্ধ থাকা প্যারা গ্লাইডিং পরিষেবা ফের চালু। GTA-এর ট্যুরিজম বিভাগ দার্জিলিঙে ফের চালু করেছে প্যারা গ্লাইডিং পরিষেবা। বিশ্ব পর্যটন দিবসে সরকারিভাবে রোহিনীতে প্যারা গ্লাইডিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম চালু হয়ে গিয়েছে।
আবহাওয়া খারাপ থাকায় গত কয়েক সপ্তাহ ধরে নানাবিধ পরীক্ষা ও ট্রায়াল চলেছে। রবিবার থেকে রোহিনী প্যারা গ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের সঙ্গে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA-এর যৌথ উদ্যোগে প্যারাগ্লাইডিং পরিষেবা চালু হয়ে গিয়েছে পর্যটকদের জন্য।
আরও পড়ুন- Travel: ছুঁয়ে দেখুন ইতিহাস! বেড়ানোর ভরা মরশুমে বাংলার অপরূপ এপ্রান্তে ঢুঁ মারুন
আরও পড়ুন- TMC: কাজলের পাশে বসে 'চা পান', বুথ সভাপতির পদ থেকে অপসারিত তৃণমূল নেতা
প্যারা গ্লাইডিং পরিষেবার পাশাপাশি দার্জিলিংয়ে চালু হয়েছে মাউন্টেন বাইকিং এবং সাইক্লিং পরিষেবাও। পর্যটনের ভরা মরশুমে নতুন করে পাহাড়নগরী দার্জিলিঙে বন্ধ থাকা প্যারা গ্লাইডিং পরিষেবা আবার নতুন করে চালু হওয়ায় দারুণ খুশি পর্যটকেরা। আগামী দিনে এই পরিষেবা আরও বিপুল জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে করছেন GTA কর্তারা।
আরও পড়ুন- Hilsa: ইলিশপ্রেমীরা আহ্লাদে আটখানা হবেনই! ভাইফোঁটার পরেই মাছের দাম কোথায় নামতে পারে জানেন?