Advertisment

West Bengal Teacher Recruitment: পুজোর আগেই শুরু কাউন্সেলিং! উচ্চপ্রাথমিকে কাটল জট, মেধাতালিকা প্রকাশ

WBSSC Teacher Recruitment: এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামী মাসে দুর্গাপূজার আগেই আগে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
WBSSC

WB Teacher Recruitment: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা


WBSSC Teacher Recruitment: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি। বুধবার মেধাতালিকা প্রকাশ করল এসএসসি। ২০১৪ সালের ৩০ জানুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালের ১৬ অগাস্ট এই পরীক্ষা হয়।

Advertisment

ধর্মতলা চত্ত্বরে মিটিং-মিছিলে 'না', পুলিশকে তুলোধনা সুকান্তর, নিশানায় নয়া CP মনোজ ভার্মা

এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামী মাসে দুর্গাপূজার আগেই আগে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। আদালতের নির্দেশের পরে, এসএসসি ২০২১ সালের জুনে একটি নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশ করে, প্যারা-টিচারদের জন্য সংরক্ষিত আসন দিয়ে মোট ১৪,৩৩৯টি শূন্যপদ প্রকাশ করে এসএসসি। এরপর প্রার্থীরা আবার উচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং আদালত ২৮ আগস্ট এসএসসিকে চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে একটি আদেশ দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে আগামী ২১ নভেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিয়োগ।

ডাক্তারি পড়ুয়া মেয়ের রহস্যমৃত্যু! আরজি কর আবহে ন্যায় বিচারের দাবি বর্ধমানে কুণ্ডু পরিবারের

মেধা তালিকার জন্য যোগ্য ১৪,০৫২ প্রার্থীর মধ্যে প্রায় ৯ হাজার জনকে মূল প্যানেলে রাখা হয়েছে। বাকিদের নাম প্রকাশ করা হয় ওয়েটিং লিস্টে। তালিকাটি WBSSC-এর ওয়েবসাইটে উপলব্ধ। আদালতের আদেশ মেনে অনিয়মের সঙ্গে যুক্ত প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অতিরিক্তভাবে প্রায় ১০০ জন প্রার্থীকে তাদের নথির সমস্যার কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ১৪,০৫২ জন প্রার্থীর নামের তালিকাটি www.westbengalssc.com/sscorg/wbssc/home ওয়েবসাইটে ক্লিক করে অ্যাক্সেস করা যেতে পারে।

SSC recruitment SSC
Advertisment