Advertisment

Kolkata Police: ধর্মতলা চত্ত্বরে মিটিং-মিছিলে 'না', পুলিশকে তুলোধনা সুকান্তর, হাইকোর্টে মামলা দায়ের

Sukanta Majumdar slams Kolkata Police: আবারও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় কলকাতা পুলিশ। লালবাজারের এই সিদ্ধান্ত নিয়ে কলকাতার নতুন সিপি মনোজ ভার্মাকেও তুলোধনা করেছেন সুকান্ত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Police has banned rallies and processions in Dharmatala,Sukanta Majumdar,Manoj Verma,ধর্মতলা, মিটি-মিছিল নিষিদ্ধ, সুকান্ত মজুমদার,মনোজ ভার্মা

বাঁদিকে সুকান্ত মজুমদার ও ডানদিকে মনোজ ভার্মা।

Kolkata Police-Sukanta Majumdar: কলকাতা পুলিশকে (Kolkata Police) আবারও তুলোধোনা বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। আগামী ২ মাস ধর্মতলার কাছে কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় সমস্ত ধরনের জমায়েত, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে কলকাতা পুলিশ। লালবাজারের এই সিদ্ধান্তকে তুমুল কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা সুকান্ত মজুমদার। এবার সুকান্তর নিশানায় কলকাতার নয়া পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

Advertisment

পুলিশের সমালোচনা করে কী বলেছেন সুকান্ত মজুমদার?

"আগামী দুইমাস ব্যাপী ধর্মতলা সংলগ্ন কে. সি. দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত এলাকায় সমস্ত জমায়েত এবং মিটিং-মিছিলকে নিষিদ্ধ ঘোষণা করলো কলকাতা পুলিশ। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে এত ভয় কেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার? মাননীয়া ব্যর্থ মুখ্যমন্ত্রীর রাজত্বে আগেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়েছে, এবার প্রতিবাদ কর্মসূচিতেও বারবার বাধাদানের অপচেষ্টা! কিসের এত ভয় নব নিযুক্ত অপদার্থ পুলিশ কমিশনারের?"

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। জেলাগুলির পাশাপাশি কলকাতা শহরেও বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল নিজেদের মতো করে বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছে এখনও।

আরও পড়ুন- Tiljala Murder: যৌন নির্যতন করে নৃশংস খুন শিশুকন্যাকে, ফাঁসির সাজা দিলেন বিচারক

 আরও পড়ুন- Durga Puja Carnival: এবারও মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল! হয়ে গেল দিন ঘোষণা

শহর কলকাতা প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ধর্মতলা চত্ত্বর। এই ধর্মতলা চত্ত্বরকেই মিটিং-মিছিল-জমায়েতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বেছে নেয় রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। এবার সেই ধর্মতলাতেই আগামী দুই মাস মিটিং-মিছিল-জমায়েতে 'না' পুলিশের। এদিকে কলকাতা পুলিশের তরফে জারি করা এই নির্দেশিকার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং জয়েন্ট ডক্টর্স ফোরাম। শুক্রবারই রয়েছে জোড়া মামলার শুনানি। 

আরও পড়ুন- Indian Railways: অসামান্য দক্ষতা আর নিরলস পরিশ্রম! রেলকে গৌরবের শিখরে পৌঁছে দেওয়া নারীর অনবদ্য কাহিনী

kolkata police Sukanta Majumder Meeting
Advertisment