IMD Weather Forecast: দুপুরের পরই আবহাওয়ার বিরাট ভোলবদল। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে সম্ভাব্য নিম্নচাপ এবং বর্ষার কারণে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে, এবং ঝাড়খণ্ডের জন্য জারি হয়েছে ‘কমলা’ সতর্কতা।
পশ্চিমবঙ্গে কোথায় কত বৃষ্টি?
- IMD-এর পূর্বাভাস অনুযায়ী আগামী ২–৩ দিনে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে—
- পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর: ৭–২০ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা
- পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া: ৭–১১ সেমি বৃষ্টি হতে পারে
- উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে
- শনিবার সকাল ৮.৩০ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে—১০২ মিমি
অন্যান্য শহরের মধ্যে রয়েছে
- কল্যাণী: ৪২ মিমি
- ব্যারাকপুর: ৩২ মিমি
- রায়গঞ্জ: ৩১ মিমি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ থেকে শুরু করে টানা কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার মতো জেলাগুলিতে।
আগামী কয়েক দিনই এই জেলাগুলিতে থাকবে জোরালো বৃষ্টির দাপট। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি চোখে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে শুরু করে আগামী বেশ কয়েকদিন তিলোত্তমা মহানগরীতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।