Advertisment

WB Weather Update: দানা বাঁধছে নিম্নচাপ, কালীপুজোর আগেই তুমুল দুর্যোগ-শঙ্কা! আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

Bengal Weather Today: আর কয়েকদিনের মধ্যেই কালীপুজো। তার আগেই রাজ্যের একাধিক জেলায় ফের একবার নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
IMD West Bengal Weather Alert, West Bengal Rain Update,Kolkata Weather,Bengal Weather Forecast, আবহাওয়ার পূর্বাভাস

প্রতীকী ছবি।

West bengal Weather Forecast: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আর এই নিম্নচাপের জেরেই ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কবে থেকে নতুন করে আবহাওয়ায় বদল? তুমুল দুর্যোগ চলবে তিলোত্তমা মহানগরীতেও? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আবারও ২৩ অক্টোবর নাগাদ তৈরি হতে পারে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে দুই ২৪ পরগনার পাশাপাশি দুই মেদিনীপুরেও বৃষ্টির প্রকোপ থাকবে।

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?

আরও পড়ুন- BJP Candidate list: বাংলার ৬ বিধানসভায় উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির, কোন কেন্দ্রে কে প্রার্থী দেখুন

আরও পড়ুন- Kajal Sheikh: 'দুর্গাপুজোকে সর্বজনীন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', কাজলের মন্তব্যে বিতর্ক, পাল্টা বিজেপির

এদিকে, বঙ্গোপসাগরে আগামী ২২-২৪ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে প্রশাসন। এই ৩ দিন সমুদ্র উত্তাল থাকবে। আগামিকাল অর্থাৎ সোমবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্য দফতরের পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলের থানা এলাকায় মাইকিং শুরু হয়েছে। ব্লক প্রশাসন গুলিকে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও পানীয় জল মজুত করার পরামর্শ দেওয়া হয়েছে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment