Sealdah Division-Local Train: সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন দাঁড়ানোর সময় সংক্রান্ত একটি খবর সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই খবরে জানানো হয়েছিল, শিয়ালদহ ডিভিশনের স্টেশনগুলিতে এবার থেকে লোকাল ট্রেন দাঁড়ানোর সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে যায়। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুরু করেন। বিষয়টি নিয়ে বিতর্ক বাড়তেই অবস্থান স্পষ্ট করল রেল। আদৌ লোকাল ট্রেনের স্টপেজের সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে? বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেছে রেল।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
লোকাল ট্রেনের স্টেশনে স্টপেজের সময় যেটা ছিল সেটাই থাকছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হচ্ছে, এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না।
লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময়ের জন্য দাঁড়াবে, এবং যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় থাকবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে কান দেবেন না। পূর্ব রেলওয়ের লোকাল ট্রেনের স্টপেজের সময় যেমন ছিল, তেমনই থাকবে।
আরও পড়ুন- Cyclone Dana Update: কালীপুজোর আগেই কাঁপানো ঝড়-বৃষ্টি বাংলায়? ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেড়েই চলেছে
আরও পড়ুন- Suvendu Adhikari: 'BJP ক্ষমতায় এলে হাতে-পায়ে ধরে TATA-কে ফেরাব', সিঙ্গুরে বললেন শুভেন্দু
আরও পড়ুন- Liquor Sale: পুজোর ৪ দিনে রেকর্ড টাকার মদ বিক্রি! সাড়া ফেলে দিয়েছে বাংলার এই জেলা!
রেলের এই বিবৃতি দেওয়ার আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর সেই খবর নিয়ে পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডলে। কুণাল লিখেছিলেন, "শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে ৩০ সেকেন্ড করার খবর আসছে। এটা বিপজ্জনক। জনবহুল স্টেশনে বা অফিস টাইমে তাড়াহুড়োয় দুর্ঘটনা বাড়বে। অবিলম্বে পুনর্বিবেচনা করা দরকার।"