Advertisment

West Bengal Weather Update: রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহ শুরু, মহালয়া থেকেই আবহাওয়ায় বিরাট বদল?

Bengal Weather Forecast: নিম্নচাপের গেরো কাটতেই রোদ ঝলমলে আকাশ দক্ষিণবঙ্গে। তবে কোনও কোনও জেলায় আংশিক মেঘলা আকাশও রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

প্রতীকী ছবি।

WB Weather Update: আপাতত রাজ্যের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়। আগামী বুধবার মহালয়া (Mahalaya)। মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। আপাতত আজ ও কাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (Rain) সম্ভাবনা বেশ কম। দুই-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

কলকাতার ওয়েদার আপডেট 

সোমবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। সপ্তাহের প্রথম দিনে তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বরং বেলা বাড়লে রোদের জেরে অস্বস্তি বাড়বে। তবে আগামিকাল কিংবা আগামী বুধবার কলকাতা শহরেও হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- আসছে 'গুলাব গ্যাং', 'রোমিও'রা সাবধান! নারী সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

আরও পড়ুন- Mamata Banerjee on Flood: 'উৎসবে বন্যার্তদের কথা ভুললে চলবে না', উত্তরবঙ্গে আমলাদের বার্তা মমতার

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের মতোই আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ ও কাল সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।

আরও পড়ুন- Eastern Rail: উৎসবের মরশুমে হাওড়া, শিয়ালদহ ও অন্যত্র থেকে স্পেশাল ট্রেনের ছড়াছড়ি! ঝটপট জানুন বিশদে

কেমন থাকবে মহালয়ার আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ ও কাল উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেহাতই কম থাকলেও আগামী বুধবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। ওই দিনই মহালয়া। দেবীপক্ষের সূচনার দিনে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast
Advertisment